কমিশনার অমিত দেবগুপ্তকে পাশে নিয়ে বিশিষ্ট সাংবাদিক সুচন্দন কর্মকারকে পৌর উৎসবে সম্বর্ধনা দিল কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক পাল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ- কালিয়াগঞ্জ পুরসভার কমিশনার অমিত দেব গুপ্তকে পাশে নিয়ে কালিয়াগঞ্জের বিশিষ্ট সাংবাদিক সুচন্দন কর্মকার কে পৌর উৎসবে সম্বর্ধনা দিল কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ পৌর উৎসবের শেষ দিনে শহরের গুণীজন ব্যক্তিদের সাথে সাথে দুইজন বিশিষ্ট সাংবাদিকদের সম্বর্ধনা দেয়া হল। সুচন্দন কর্মকার কে যখন সম্বর্ধনা দেয়া হয় তখন মঞ্চে পৌরপতি সঙ্গে ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার অমিত দেব গুপ্ত। অপরদিকে আর একজন সাংবাদিক কে সম্বর্ধনা দেওয়া হলো। অপর আর একজন সাংবাদিক হলেন বর্তমানের কথার সম্পাদক তপন চক্রবর্তী। তাকে সম্বর্ধিত করলেন উত্তরবঙ্গ ক্রিয়া
span> ও উন্নয়ন দপ্তরের অন্যতম সদস্য অসীম ঘোষ তার সাথে ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});