কালিয়াগঞ্জ মারওয়ারী যুব মঞ্চ পৌর উৎসবে সামাজিক কাজের বিচারে সম্বর্ধিত
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ—–রবিবার পাঁচদিনব্যাপি কালিয়াগঞ্জ পৌর উৎসবের শেষ দিনে কালিয়াগঞ্জ পৌর সভা কালিয়াগঞ্জ মারওয়ারী যুব মঞ্চের বিভিন্ন ধরনের সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ
মারওয়ারী যুব মঞ্চের সমস্ত সদস্যদের সম্বর্ধনা জানান কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক চন্দ্র পাল।যুব মঞ্চের সদস্যরা সম্বর্ধনা পেয়ে জানায় তাদের সমাজিক কাজ বিশেষ করে রক্তদানের মত কাজ করবার আগ্রহ দ্বিগুন হয়ে গেল।এর ফলে সদস্যরা নতুনভাবে উৎসাহিত হল বলে জানায়।