January 9, 2025

আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা

1 min read

আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা

দেশ জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ এই উপলক্ষ্যে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতি বুধবার ‘স্বাধীনতার অমৃত মহোৎসব ক্যুইজ’ উপলক্ষ্যে শ্রোতাদের সন্ধ্যে ৭টা৫০-এর স্থানীয় সংবাদে একটি প্রশ্ন করা হবে।

উৎসাহী শ্রোতারা নিজের নাম, ছবি ও ফোন নম্বর সহ জবাব পাঠাবেন amritquiz.rnu@gmail.com ౼ এই ই-মেল ঠিকানায়।প্রথম সঠিক উত্তরদাতার জন্য থাকছে একটি পুরষ্কার। প্রশ্ন করার পরের দিন , বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা৫০-এর স্থানীয় সংবাদে ক্যুইজের উত্তর জানানো ছাড়াও জয়ী উত্তরদাতার নাম ঘোষিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *