চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ হাই স্কুলে দুয়ারে সরকার শিবির বসলো
1 min readচুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ হাই স্কুলে দুয়ারে সরকার শিবির বসলো
তৃতীয় বারের জন্য সরকার গঠনের পর, গত ১৬ই আগষ্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার দুয়ারে সরকার কর্মসূচি। প্রতিটি পঞ্চায়ত, পৌরসভা, কর্পোরেশনের ওয়ার্ডে এই কর্মসূচি চলবে আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। এতে রূপশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র, জমির রেকর্ড, লক্ষীর ভান্ডার জাতীয় নানাবিধ কাজ এক ছাতার তলায় সমাধান হচ্ছে।
শনিবার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ হাই স্কুলে দুয়ারে সরকার শিবির বসলো । মেলার মত পরিবেশ। প্রচুর মানুষ নিজেদের সমস্যা সমাধানের জন্য এসেছে। জানালেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ আজহারউদ্দিন । তার দাবি, সরকারি কাজ করতে অনেকে ব্লকে যেতে পারেন না। তাই তাদের কাজ এতদিন হয়নি। কিন্তু, আজ যখন সরকারি কাজ এই গ্রামে হচ্ছে, তখন তারা এই সুযোগের সদব্যবহার করছে। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী , খাদ্য সাথী সহ বিভিন্ন স্টল তদারকি করেন মোঃ আজহারউদ্দিন ।