January 9, 2025

প্রতিবন্ধী শিশুদের ফ্রী চিকিৎসার ব্যবস্থা।

1 min read

প্রতিবন্ধী শিশুদের ফ্রী চিকিৎসার ব্যবস্থা।

লোকনাথ সরকার, কুশমন্ডি, ২১ আগষ্ট সর্বশিক্ষা মিশনের উদ্যোগে, অ্যালিমকো সংস্থার সহযোগিতায় সরলা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের ফ্রীতে কান ও চোখের চিকিৎসা প্রদান করেন। বর্তমান সমাজে বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের কথা ভাববে, তা আশা করা যায় না। কিন্তু এই সংস্থা এগিয়ে এসেছেন, এটা একটা ভালো প্রয়াস বলাই চলে।এদিন ২০ জন প্রতিবন্ধী শিশুকে ফ্রী তে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করান ওই সংস্থা।

দিল্লি থেকে চিকিৎসা করাতে ৩ জনের একটি ডাক্তারের দল আসেন ওই সংস্থার তরফ থেকে। ডঃ দীপক কুমার, ডঃ নেহার, ডঃ নিলেস আহির।সর্বশিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট আইডি কোঅর্ডিনেটর সুস্মিতা দি জানান। অ্যালিমকো সংস্থা হলো একটি ভারত সরকারের সংস্থা। তিনে বলেন এই ফ্রী চিকিৎসার জন্য অ্যালিমকো সংস্থা দেয় ৬০ শতাংশ, এবং আমাদের সর্বশিক্ষা মিশন দেয় ৪০ শতাংশ। যার ফলে আমরা এই সুবিধা দুস্থ মানুষদের দিতে পারছি। এই ক্যাম্প আমরা প্রতিবছর করে থাকি।এই ব্যবস্থাকে সাধুবাদ জানান প্রতিবন্ধী শিশুর দুইজন অভিভাবক তালুক চন্দ্র সরকার ও তাজিমুল ইসলাম। তারা বলেন আমরা গরীব মানুষ, আমার বাচ্চার চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার নেই। এরকম একটা ক্যাম্পে আমার সন্তানকে চিকিৎসা করাতে পারে ভীষণ খুশি। এবিষয়ে এলাকাবাসীরাও দুই সংস্থাকেই সাধুবাদ জানান। এবং আগামীতেও জাতে আরো এরকম ক্যাম্প করে ফ্রী চিকিৎসার ব্যবস্থা করেন, তার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *