কালিয়াগঞ্জ মা বয়রা মন্দিরে গ্রহরাজ শনিদেবের বাৎসরিক পূজা-
1 min readকালিয়াগঞ্জ মা বয়রা মন্দিরে গ্রহরাজ শনিদেবের বাৎসরিক পূজা-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১ আগস্ট: শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ঐ তিহ্যবাহী মাবয়রা মন্দির প্রাঙ্গনে শনিবার গ্রহরাজ শনিদেবের বাৎসরিক পূজার আয়োজন করা হয় প্রতিবারের ন্যায় এবারেও।পূজায় প্রতিবারের মত এবারেও প্রচুর ভক্ত সমাবেশ হয় কোভিড বিধিকে মান্যতা দিয়ে।কালিয়াগঞ্জ মাবয়রা কালি মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র বলেন
কালিয়াগঞ্জের মানুষ আমাদের সবদিক দিয়ে সহায়তা করার কারনে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করি পূজার্চনা করার ব্যাপারে।অপর যুগ্ম সম্পাদক সৌমেশ লাহিড়ী বলেন কালিয়াগঞ্জের মানুষের আশীর্বাদ মিয়েই আমরা মা বয়রা কালি মন্দিরের
যা কিছু সব করে থাকি।কোভিদের কারনে মা বয়রা মায়ের মন্দিরে ভক্তদের নিয়ে নানান রকম বিধি নিষেধ মেনে আমাদের কাজ করতে হচ্ছে।মায়ের।মন্দির নির্মাণে সবার সহযোগীতা থাকলে আমাদের লক্ষে আমরা পৌঁছাতে পারবো বলেই বিশ্বাস রাখি।বাবা শনি দেবের পূজার অঞ্জলি সবাই নেয়।চলে পাঁচালি ব্রত কথা।শেষে মায়ের প্রসাদ সবার মধ্যে বিতরণ করা হয়।