কালিয়াগঞ্জে স্বেচ্ছায় রক্তদান শিবির
1 min readকালিয়াগঞ্জে স্বেচ্ছায় রক্তদান শিবির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭ আগস্ট:কোভিড যোদ্ধাদের সমবেদনা জানাতে ও অতি মারির সময় জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দূর করতে এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির উদ্দ্যোগে মহেন্দ্রগঞ্জ বাজারের শিবমন্দির প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বর্নি কুন্ডু।রক্ত দান শিবিরের উদ্বোধন করেন শিক্ষারত্ন তথা প্রধান শিক্ষক মজিরুদ্দিন আহম্মেদ, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।বক্তব্য রাখেন সুমনা গুহ,বিশেষ অতিথি দুলাল কুন্ডু, প্রাক্তন যুবনেতা তথা
সি পি আই এমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধরী,ডি ওয়াই এফ আই যের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন,ডি ওয়াই এফ আয়ের নেতা হান্নান আলী চৌধুরী।উপস্থিত ছিলেন রাধিকা রঞ্জন দেবভূতি,শীতল আচার্য,মনোরঞ্জন পাটোয়ারী ও এস এফ আই যের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক গোপাল দাস।বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আইয়ের রাজ্য কমিটির সদস্যা ঈশানি বাগচী।
রক্তদান শিবিরে গনসঙ্গীত পরিবেশন করে বিপুল মৈত্রের নেতৃত্বে কালিয়াগঞ্জ গণনাট্য সংঘের শিল্পীদের সাথে লেখক শিল্পী সঙ্ঘের বিজন সাহা।রক্তদান শিবিরে দুইজন দরিদ্র ছাত্র ছাত্রী যথাক্রমে অক্ষয় চৌধুরী ও প্রিয়াঙ্কা পালকে
বইপত্র ও আর্থিক সাহায্য প্রদান করে ভারতের গণতান্ত্রিক যুবফেডারেশনের কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির সভাপতি সুজয় সাহা।জানা যায় রক্তদান শিবিরে মোট ৫০জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন।