January 10, 2025

কৃষি সিচাই জলসেচ সরঞ্জাম প্রদান করা হল কালিয়াগঞ্জের শতাধিক কৃষকের হাতে

1 min read

কৃষি সিচাই জলসেচ সরঞ্জাম প্রদান করা হল কালিয়াগঞ্জের শতাধিক কৃষকের হাতে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭আগস্ট:কৃষি সিচাই প্রকল্পের অধীনে গত শুক্রবার বিকালে কালিয়াগঞ্জ কৃষি মণ্ডিতে শতাধিক কৃষকের হাতে কৃষি সরঞ্জাম তুলে দিলেন কালিয়াগঞ্জ ব্লকের সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ।জানা যায় ২০২০-২১ আর্থিক বর্ষে কালিয়াগঞ্জ ব্লকের মোট আটটি গ্রাম পঞ্চায়েতের ১১৫ জন কৃষকদের হাতে কৃষি দপ্তর থেকে জলসিচাই সরঞ্জাম তুলে দেওয়া হয়।জানা যায় প্রধানমন্ত্রী কৃষি সিচাই প্রকল্পে অনুদান

হিসাবে কৃষকদের ৩৬০ফুট পাইপ ও স্প্রিং লারসেট দেওয়া হয়।ব্লক কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন জল সিচাই পদ্বতি সাধারণত চা বাগানে ব্যবহৃত ॥ব্লকের সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনুদানের অর্থে কৃষকদের এই কৃষি সিচাই সরঞ্জামাদি দেওয়া হয়।জানা যায় প্রথাগত চাষের ফলে কৃষকরা যে ভাবে ভুগর্ভস্থ জলের ব্যবহার করে যাচ্ছে তাতে করে আগামী দিনে জলের চরম সঙ্কট দেখা দেবে বলেই মনে করা হচ্ছে। তাই আগামী দিনে জল সঙ্কট থেকে মুক্ত হবার জন্যই।জল সিচাই প্রকল্পকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *