কালিয়াগঞ্জের প্রবীণ দুই ফুটবল খেলোয়াড় উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে সম্বর্ধিত
1 min readকালিয়াগঞ্জের প্রবীণ দুই ফুটবল খেলোয়াড় উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে সম্বর্ধিত
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৬ আগস্ট:গত বুধবার উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ২০২১সালের আন্তঃ ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকজন প্রবীণ ফুটবল খেলোয়াড়দের সাথে কালিয়াগঞ্জের দুই প্রবীণ ফুটবল খেলোয়াড় যথাক্রমে নরেন্দ্র নাথ দাস এবং সন্দ্বীপ ধরকে সম্বর্ধনা দেওয়া হয়। কালিয়াগঞ্জের এই দুই প্রবীণ ফুটবলার সম্বধিত হওয়ায় কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির সভাপতি কানাই শেঠ বলেন ক্রেতা সুরক্ষা সেবা সমিতির সম্পাদক সন্দ্বীপ ধর ও নরেন্দ্র নাথ দাস সদস্য এই পুরস্কার পাওয়ায় আমরা অত্যন্ত গর্ব বোধ।করছি।
প্রবীণ ফুটবল খেলোয়াড় নরেন্দ্র নাথ দাস(বালি) বলেন তিনি ফুটবল খেলার সুবাদে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপোতে চাকরি পান ১৯৮৬সালে।নরেন্দ্র নাথ দাস বলেন একসময় অনেক ক্লাবে ফুটবল খেলেছেন তিনি।যেমন দেবীনগর, উনাইটেড ক্লাব,সংঘশ্রী ক্লাব,বিচিত্রা ক্লাব সহ অনেক ক্লাবেই।উত্তর দিনাজপুর ক্রীড়া সংস্থা আমাকে যে সম্বর্ধনা দিলো তা সারাজীবন মনে থাকবে।অপর প্রবীণ ফুটবল খেলোয়াড় সন্দ্বীপ ধর(টিটু) জানান তিনিও ফুটনল খেলার সুবাদেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে চাকরি পেয়েছিলেন ৮৭সালে।সন্দ্বীপ ধর বলেন তখন যৌবনকাল ফুটবল খেলাটা খেলার মতই খেলতাম।তাই ভালো খেলার সুবাদে প্রথমে বিহারের কুশি প্রজেক্টে চাকরি পাই।বেশ কিছুদিন সেখানে খেলার পর চিন্তা করে ছিলাম যদি প্রজেক্ট উঠে যায় তাহলে চাকরিও চলে যাবে।
তাই ওখানে চাকরি ছেড়ে দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে চাকরি পেয়ে যাই। সন্দ্বীপ বাবু(টিটু)বলেন তিনি রায়গঞ্জে বহু ক্লাবে ফুটবল খেলে একসময় সুনামের অধিকারী হয়েছিলেন।উত্তর দিনাজপুর ক্রীড়া সংস্থা তাদের মত ফুটবল।খেলোয়াড়দের কথা মনে রেখে সম্বর্ধনা দিলেন তার জন্য উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের অভিনন্দন জানানকালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ বলেন কালিয়াগঞ্জের দুই কৃতি ফুটবলার সংবর্ধনা পাওয়ায় তিনি কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানান।