মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে যুম্গ ভাবে প্রথম হওয়া ছাত্র কে পৃথক ভাবে সংবধ’না জানানো হলো ইটাহারে বিধায়ক মোশারফ হোসেন
1 min readমাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে যুম্গ ভাবে প্রথম হওয়া ছাত্র কে পৃথক ভাবে সংবধ’না জানানো হলো ইটাহারে বিধায়ক মোশারফ হোসেন
শশাঙ্ক সরকার ইটাহার: মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে যুম্গ ভাবে প্রথম হওয়া ছাত্র কে পৃথক ভাবে সংবধ’না জানানো হলো ইটাহারে বিধায়ক মোশারফ হোসেন ও ইটাহার ব্লক তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও অঞ্চল তৃনমূল কংগ্রেসের তরফে। এবারে ইটাহার থানার মারনাই অঞ্চলের মিরজা দিঘি গ্রামের অসহায় দরিদ্র আলা উদ্দিন আলির ছেলে পারভেজ মোষারক হেমতাবাদ থানার সমসপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬৯৭ পেয়ে রাজ্য স্তরে যুম্গ ভাবে প্রথম স্হান অধিকার করে।
শুক্রবার ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন ও ইটাহার তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে মিরজা দিঘি গ্রামে ছাত্র পারভেজ মোশারফ হোসেনের বাড়িতে গিয়ে ফুলের তোড়া সহ বিভিন্ন উপহার দিয়ে সংবধ’না জানানোর পাশাপাশি আগামী দিনে পাশে পরিবার সহ পারভেজ মোশারফ হোসেনের পরা শুনার সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন বিধায়ক মোশারফ হোসেন সহ শিক্ষক সমিতির তরফে। এদিনের কম’সূচিতে ছিলেন বিধায়ক মোশারফ হোসেন, শিক্ষক সমিতির ইটাহার চক্র সভাপতি আজাহারুল ইসলাম, উত্তর চক্র সভাপতি রতন রায়, পঞ্চায়েত উপ উপ প্রধান সফিলুদ্দিন সরকার, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আনসারুল হক, শিক্ষক নেতৃত্ব কৌশিক আহমেদ, মিঠু সরকার,রমেশ মুরমু,শাহাজান আলী,তসলিম হক সহ অন্যান্য নেতৃবৃন্দ