January 10, 2025

স্বাধীনতার পর কয়েক দশক কেঁটে গেলেও কয়েকটি গ্রামের যাওয়ার নদীর পাড়ের ব্রিজ তৈরী না হওয়ায় গ্রামের সাধারণ মানুষ নিজেরাই ব্রিজ তৈরীর উদ্যোগ নিয়ে রসিদ ছাপিয়ে চাঁদা আদায় শুরু করেছে এলাকায়

1 min read

স্বাধীনতার পর কয়েক দশক কেঁটে গেলেও কয়েকটি গ্রামের যাওয়ার নদীর পাড়ের ব্রিজ তৈরী না হওয়ায় গ্রামের সাধারণ মানুষ নিজেরাই ব্রিজ তৈরীর উদ্যোগ নিয়ে রসিদ ছাপিয়ে চাঁদা আদায় শুরু করেছে এলাকায়

শশাঙ্ক সরকার ইটাহার:   ২৬শে জুলাই ইটাহার: স্বাধীনতার পর কয়েক দশক কেঁটে গেলেও কয়েকটি গ্রামের যাওয়ার নদীর পাড়ের ব্রিজ তৈরী না হওয়ায় ,এবারে গ্রামের সাধারণ মানুষ নিজেরাই ব্রিজ তৈরীর উদ্যোগ নিয়ে ইতিমধ্যে রসিদ ছাপিয়ে চাঁদা আদায় শুরু করেছে এলাকায়, এমনি ছবি লক্ষ করা যাচ্ছে ইটাহারে। ইটাহার থানার অন্তর্গত মারনাই অঞ্চলের কচুয়া গ্রাম এলাকায় সুঁই নদী বয়ে গিয়েছে কিন্তু নদীর এপার ওপারে মারনাই অঞ্চলের সহ পার্শ্ববর্তী কাপাশিয়া অঞ্চলের একাধিক গ্রামে কয়েক হাজার সাধারণ মানুষের বসবাস সুঁই নদীর এপার ওপারে প্রাথমিক বিদ্যালয়,স্বাস্হ কেন্দ্র থেকে শুরু করে সরকারী হাইমাদ্রাসা রয়েছে ফলে নিত্য দিনের ছাত্র ছাত্রী থেকে শুরু করে কয়েক হাজার সাধারণ মানুষের খরা কালে বাঁশের সাঁকো থাকলেও, বষা’য় নৌকা ও

গ্রাম বাসিন্দাদের বানানো ভেলায় চলাচল করতে হয় জিবনের ঝুঁকি নিয়ে এমনি অভিযোগ এলাকার বাসিন্দাদের তাদের অভিযোগ স্বাধীনতার পর কয়েক দশক কেঁটে গেলেও সরকারী ভাবে বা কোন জন প্রতিনিধি রাও কচুয়া গ্রাম এলাকায় সুঁই নদীর উপর সেতু নির্মাণ করার উদ্যোগ নেয়নি, ভোট আসে ভোট যায় কয়েক বছর কেটে গেলেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলে না, অথচ’ ব্যাস্ত তম নদী ঘাট দিয়ে নদীর ওপারে মানাই অঞ্চলের কচুয়া,বিরনগর বিষ্টুপুর,সহ পার্শ্ববর্তী কাপাশিয়া অঞ্চলের একাধিক গ্রামের সাধারণ মানুষের চলাচল এমনকি খুব কম সহজেই নদী পার হয়ে মালদহ জেলায় যাওয়া যায়। জিবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্বাস্হ কেন্দ্রে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যে স্হলে যেতে হয় অথচ এলাকার সাধারণ মানুষের দুর দশার কথা কেউ রাখেনা।

তাই এবারে এলাকার সাধারণ মানুষ কচুয়া গ্রাম এলাকায় সুঁই নদীর উপর সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে,তবে কংক্রিটের না করতে পারলেও নদীর উপর কাঠের সেতু তৈরী করে সাধারণ চলাচল করার যোগ্য করে তোলা হবে, সেই কারনে সেতু নির্মাণ করার রসিদ ছাপিয়ে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে নদী পারাপার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছে থেকে রসিদ দিয়ে টাকা তুলা হচ্ছে আসা করছি উপর বালার আসায় তা সফল হবে। যদিও এব্যাপারে ইটাহারের নব নির্বাচিত তৃনমূলের বিধায়ক মোশারফ হোসেন বলেন বিষয়টি জানা নেই টাকা তুলছে সেতু নির্মাণ করার জন্য, তবে সেই এলাকায় সুই নদীর উপর ব্রিজ দরকার রয়েছে, আমরা খমতায় এসে ইটাহারে বিভিন্ন এলাকায় একাধিক ব্রিজ তৈরী করেছি, কিছু এলাকায় ব্রিজ তৈরির কাজ চলছে, কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকার বাংলায় রাজনিতী মোকাবিলায় যখন পারছে না, তখন আমাদের বাংলার রাজ্য সরকার কে আথি’ক সহ বিভিন্ন দিক থেকেই বঞ্চিত করছে, কেননা নিয়ম অনুযায়ী আমাদের রাজ্য সরকার রাজ্যের টেস্ক বা বিভিন্ন দপ্তরের কর কেন্দ্রে পাঠায়, কিন্তু বত’মান কেন্দ্রীয় সরকার আমাদের সরকারের পাওনা ৫৬ হাজার কোটি টাকা আটকে রেখেছে, যা রাজ্যের সাধারণ মানুষের টাকা সেই টাকা ফিরত না পেলে কি করে আমাদের সরকার কাজ কবরে, তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে চলেছে সেই রকম ইটাহারে বেশ কিছু ব্রিজ সহ একাধিক উন্নয়ন মূলক কাজ হয়েছে তবুও কচুয়া এলাকার ব্রিজ আগামী দিনেও করা হবে।

6 thoughts on “স্বাধীনতার পর কয়েক দশক কেঁটে গেলেও কয়েকটি গ্রামের যাওয়ার নদীর পাড়ের ব্রিজ তৈরী না হওয়ায় গ্রামের সাধারণ মানুষ নিজেরাই ব্রিজ তৈরীর উদ্যোগ নিয়ে রসিদ ছাপিয়ে চাঁদা আদায় শুরু করেছে এলাকায়

  1. Changes to your colour vision, medical attention should be sought immediately buy cialis online united states 20mg Sildenafil for ED is an off-label usage of the medication, and it is up to the medical judgment of the doctor to decide if such treatment is appropriate based on each patient s unique medical history, symptoms, and preferences

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *