কালিয়াগঞ্জ শহরে এটিএম থেকে টাকা লোপাট,ক্রেতা সুরক্ষা সমিতি কর্তৃক ব্যাঙ্কে ডেপুটেশন
1 min readকালিয়াগঞ্জ শহরে এটিএম থেকে টাকা লোপাট,ক্রেতা সুরক্ষা সমিতি কর্তৃক ব্যাঙ্কে ডেপুটেশন
-তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬জুলাই:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে এটিএম থেকে হামেশাই একটি চক্র টাকা হাফিজ করে চলায় কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতি ব্যাঙ্কে ডেপুটেশন দেন।কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির সভাপতি কানাই শেঠ বলেন কালিয়াগঞ্জ শহরে মাঝে মধ্যেই এ টি এম থেকে টাকা লোপাট হলেও যে ব্যাঙ্কের অধীনে এটিএম থাকছে তাদের কোন রকম হেলদোল নেই।অবিলম্বে যে সব ব্যাঙ্ক
(এটিএম)গ্রাহকদের টাকা লোপাট হয়েছে তাদের টাকার সুরাহা করতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। শাখা ম্যানেজার স্মারকলিপি গ্রহন করেন এবং উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জনজপাঠিয়ে দেবেন বলে জানান।
কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির পক্ষ থেকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন কানাই শেঠ ছাড়াও উৎপল সেন,প্রকাশ কুন্ডু সহ অনেকেই।