জাতীয় খো- খো খেলোয়াড় শুনু বর্মন সমবর্ধিত
1 min readজাতীয় খো- খো খেলোয়াড় শুনু বর্মন সমবর্ধিত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ জুলাই:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে “পিতৃমাত্রি” দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য খো-খো এসোসিয়েশনের নির্দেশে উত্তর দিনাজপুর খো-খো এসোসিয়েশনের সাধারণ সম্পদক বরুণ দাস খো-খো খেলায়
জাতীয় পর্যায়ে জয়ী শুনু বর্মনের হাতে কিছু আর্থিক সাহায্যের সাথে গোলাপ ফুল ও মিষ্টির ট তার হাতে তুলে দেন। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা খো খো এসোসিয়েশনের বিভিন্ন পদাধিকারী গৌতম ভদ্র,সঞ্জীব সরকার,মদন দেবশর্মা এবং উজ্জ্বল দেবশর্মা।