January 10, 2025

তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে বিজেপির বরুনা গ্রাম পঞ্চায়েত প্রধান আস্থা হারালো

1 min read

তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে বিজেপির বরুনা গ্রাম পঞ্চায়েত প্রধান আস্থা হারালো

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২জুলাই বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনাবালা দেবশর্মার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে শেষ পর্যন্ত পাস হবার পর বিজেপির প্রধান রীনাবালা দেবশর্মা পরাজিত হন।জানা যায় গত ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ১৬ সদস্য বিশিষ্ট ৯নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েত বিজেপি একক ভাবে ৯টি আসন পেয়ে গ্রাম পঞ্চায়েতটি দখল করে।তৃণমূল কংগ্রেস পেয়েছিল -৪টি আসন এবং বাম-কংগ্রেস জোট -৩টি আসন পায়।বরুনা গ্রাম পঞ্চায়েতের জয়ের ম্যাজিক ফিগার ছিল-৯।সম্প্রতি তৃণমূল দলে বিজেপি দল থেকে-৩ জন এবং বাম-কংগ্রেস জোট থেকে -২ জন সদস্য তৃণমূল দলে যোগ দিলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায়-৯জন।গত ১২জুলাই কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট বরুনা গ্রাম পঞ্চায়েতে প্রধান রীনাবালা দেবশর্মার বিরুদ্ধে

অনাস্থা প্রস্তাব জমা দিলে বৃহষ্পতিবার বরুনা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবের উপর সভা ডাকা হয়।কিন্তু অনাস্থা সভায় বিজেপির কোন সদস্য উপস্থিত না হবার ফলে তা অতি সহজেই তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায়।সরকারি ভাবে এই অনাস্থা সভা পরিচালনা করেন কালিয়াগঞ্জ ব্লকের পঞ্চায়েত দপ্তরের অডিট এন্ড একাউন্টস দপ্তরের আধিকারিক সন্দ্বীপ দাস এবং সমবায় পরিদর্শক নিরুপম গাঙ্গুলি।

জানা যায় আগামী ১৫ দিনের মধ্যে একটি সভা ডেকে বরুনা গ্রাম পঞ্চায়েতের নুতন বোর্ড গঠন করা হবে বলে জানা যায়। বরুনা গ্রাম পঞ্চায়েতের অনাস্থা সভয় উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য,প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ,যুব তৃণমূল নেতা রাজু ঘোষ,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,জেলা পরিষদ সদস্য দধিমোহন দেবশর্মা,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাপ্পা সরকার ও গোলাম মোস্তাক প্রধান।অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী বরুনা গ্রাম পঞ্চায়েতে গিয়ে হাজির হয়।যদিও অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনাস্থাপ্রস্তাব পাস হওয়ায় কোন অঘটন ঘটেনি বলে জানা যায়।কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক বাপ্পা সরকার এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জ ব্লকের আরো যে ছয়টি গ্রাম পঞ্চায়েত আছে সেগুলিও ধীরে ধীরে তৃণমূলের উন্নয়নে সামিল হতে তারাও তৃণমূলে আসার জন্য তৈরী হচ্ছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *