January 10, 2025

প্রয়াত তৃনমূল কংগ্রেসের কমি’র বাড়িতে সমবেদনা জানানোর পাশাপাশি আথি’ক সহযোগিতা করলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন

1 min read

প্রয়াত তৃনমূল কংগ্রেসের কমি’র বাড়িতে সমবেদনা জানানোর পাশাপাশি আথি’ক সহযোগিতা করলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন

১৯শে জুলাই শশাঙ্ক সরকার ইটাহার: প্রয়াত তৃনমূল কংগ্রেসের কমি’র বাড়িতে সমবেদনা জানানোর পাশাপাশি আথি’ক সহযোগিতা করলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। গত দুই দিন আগে ইটাহার থানার কাপাশিয়া অঞ্চলের ছিলিমপুর গ্রামের বাসিন্দা আকবর আলি নিজের বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়, বত’মানে দুই নাবালক সন্তান নিয়ে অসহায় মৃতার স্ত্রী, গতকাল সন্ধ্যা রাতে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন ও

ইটাহার ভিলেজ সুপার স্টার ক্লাবের সদস্যরা ও তৃনমূল কংগ্রেস নেতৃত্বরা ছিলিমপুর গ্রামে গিয়ে প্রয়াত আকবর আলির স্ত্রী সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি বিধায়ক ও ক্লাবের তরফে পৃথক ভাবে আথি’ক দেওয়া ও কাপর সহ অন্যান্য জিনিসপত্র তুলে দেওয়া হয়। আগামী দিনে সরকারী ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পায় তার ব্যাবস্হা করা সহ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক মোশারফ হোসেন।

এদিনের কম’সূচিতে ছিলেন ভিলেজ সুপার স্টার ক্লাবের সম্পাদক রাজ খান, তৃনমূল কংগ্রেস নেতৃত্ব দানেশ আলি,বাবু রহমান, পঞ্চায়েত সদস্য অবাইদুর রহমান,যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব,আনসার আলী রহিমুল ইসলাম সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *