January 10, 2025

দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ এ অনুপস্থিত নতুন বিধায়ক সৌমেন রায়। ক্ষুব্দ কালিয়াগঞ্জ এর বাসিন্দারা

1 min read

দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ এ অনুপস্থিত নতুন বিধায়ক সৌমেন রায়। ক্ষুব্দ কালিয়াগঞ্জ এর বাসিন্দারা

তন্ময় চক্রবর্তী বিধানসভা নির্বাচন হয়ে গেছে বেশ কিছুদিন হল। তারপর কিছুদিন করোনাকালে কিছু অসহায় মানুষদের পাশে থাকতে দেখা গিয়েছিল কালিয়াগঞ্জ এর নতুন বিধায়ক সৌমেন রায় কে। কিন্তু তারপর থেকে আজ অব্দি কালিয়াগঞ্জ দেখা যাচ্ছে না বিধায়ক সৌমেন রায় কে। আর এতেই হতাশার চিহ্ন অনেকটা দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ বাসিন্দাদের মধ্যে। অনেককে বলতে শোনা যাচ্ছে শাসকদলের বিধায়করা বিধানসভার অধিবেশন হয়ে যাওয়ার পরে তাদের নিজের এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ এর সমস্যা সমাধান এ লক্ষ্যে ঘুরে বেড়ালেও কালিয়াগঞ্জ এর বিধায়ক কে বেশ কিছুদিন ধরে কালিয়াগঞ্জে দেখা যাচ্ছে না। 

 এতে সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একেক জন একেক রকম ভাবে আলোচনা করছে বিভিন্ন চায়ের ঠেক থেকে আরম্ভ করে বিভিন্ন হাটে বাজারে। বিজেপি কর্মী সমর্থকরা বলেন  সাধারন মানুষদের কাছে তাদের জবাবদিহি করতে হচ্ছে বিধায়ক কোথায় গেছে ?  সে ব্যাপারে। নাম প্রকাশে অনিচ্ছুক কালিয়াগঞ্জ এর বিজেপির এক নেতা বলেন কালিয়াগঞ্জ এর মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে বিজেপির বিধায়ককে কালিয়াগঞ্জ এ কাজ করার জন্য। অথচ তিনি বহুদিন ধরে কালিয়াগঞ্জে অনুপস্থিত। এটা ঠিক নয়। বিজেপির এই নেতা বলেন শাসকদলের অনেক বিধায়ক কালিয়াগঞ্জে এসে তারা দলীয় অনুষ্ঠান করে যাচ্ছেন অথচ কালিয়াগঞ্জ এর বিধায়ক তিনি সময় পাচ্ছেন না কালিয়াগঞ্জ বাসীর জন্য এখানে আসবার  । তিনি বলেন নতুন বিধায়ক যদি কালিয়াগঞ্জ বাসির জন্য নতুন কোন প্রকল্প অনুমোদন করে নিয়ে আসতে পারেন তাহলে ভালো কথা আর তা না হলে শুধু ফালাকাটা, কলকাতা, দিল্লি ঘুরলে কালিয়াগঞ্জ বাসীর কি লাভ  এতে  । বিজেপির এই নেতার আশা নিশ্চয় নতুন বিধায়ক কালিয়াগঞ্জ বাসীর জন্য খুব শীগ্রই ভালো খবর আনলেন। এদিকে কালিয়াগঞ্জে সাধারণ মানুষরা বলেন কালিয়াগঞ্জ বাঁশি বহু সমস্যার নিয়ে জর্জরিত। অবিলম্বে বিধায়কের উচিত এই সমস্ত সমস্যাগুলির দিকে দৃষ্টি দেওয়া। তারা বলেন যেহেতু উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন দু’জন।

  তাই এবারে   রাধিকাপুর এ এক্সপোর্ট জোন করার ক্ষেত্রে নতুন বিধায়ক অগ্রণী ভূমিকা পালন করবেন। পাশাপাশি কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল প্রকল্প টি র আবার যাতে পুনরায় দ্রুত গতিতে কাজ শুরু হয় সেদিকেও নজর দিবেন। পাশাপাশি সাধারণ নাগরিকদের দাবি কালিয়াগঞ্জ হাসপাতালে র পরিকাঠামো উন্নয়নে বিধায়ককে যথেষ্ট গুরুত্ব দিয়ে উদ্যোগ নিতে হবে। তবেই কালিয়াগঞ্জ বাসীর আশা দীর্ঘদিন পর পূরণ হবে। নচেৎ কালিয়াগঞ্জ বাঁশি যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *