রায়গঞ্জ এ বাঁধ মেরামতি না হওয়ায় আতঙ্কে সাধারণ মানুষরা
1 min readরায়গঞ্জ এ বাঁধ মেরামতি না হওয়ায় আতঙ্কে সাধারণ মানুষরা
সুব্রত সাহা রায়গঞ্জ রায়গঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে কুলিক নদী। রায়গঞ্জ শহর কে বাঁচাতে বাঁধ দেয়া হয়েছিল। দীর্ঘদিন বাঁধ মেরামতি না হওয়ার কারণে প্রতিবছরই এই বাঁধ ভেঙে শহরে জল ঢুকে পড়ে। এবছর রায়গঞ্জে খুব বেশি বৃষ্টি না হলেও রায়গঞ্জ শহরের শক্তিনগর থেকে আব্দুল ঘাটা র বিভিন্ন জায়গায় বাঁধের মাটি সরে গিয়েছে । অনেক জায়গায় বাঁধে ফাঁটল তৈরি হয়েছে। কুলিক নদীতে জলস্ফীতি দেখা দিলে সেই বাঁধ নদীর জল শহরে
ঢোকার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল মন্ডল জানিয়েছেন বেশ কিছুদিন যাবৎ বাঁধের মেরামতি হচ্ছে না বাসের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে লাগাতার বৃষ্টি হলে এই ফাটল আরো বড় হয়ে নদীর জল এলাকায় গড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে।
পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি সেচ দপ্তর এর আধিকারিকদের নজরে আনবেন।উত্তর দিনাজপুর জেলার সেচ দপ্তরের আধিকারিক দেবাশীষ পাত্র জানিয়েছেন বৃষ্টির জলে কুলিক নদীর বাঁধের মাটি সরে গিয়েছে বিষয়টি তাদের নজরে রয়েছে দ্রুত সেই জায়গা গুলি মেরামতের কাজে হাত দেবেন।সেচ দপ্তরের এই আশ্বাসের উপর তাকিয়ে আছেন রায়গঞ্জের মানুষ। মেরামতি না হলে আবারও বানভাসি হতে হবে রায়গঞ্জের মানুষদের।