কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে নুতন তিন করোনা ভ্যাকসিন কেন্দ্র
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে নুতন তিন করোনা ভ্যাকসিন কেন্দ্র
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১৭জুলাই:রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ও কালিয়াগঞ্জ পৌর সভার সহ যোগীতায় আগামী সোমবার থেকে জুলাইয়ের ২৪ তারিখ পর্যন্ত ১৮ বছর ও তার উর্ধের নাগরিকদের জন্য কালিয়াগঞ্জ পৌর শহরে তিনটি ভ্যাকসিন দেবার কেন্দ্র চালু করা হচ্ছে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় বলেন কালিয়াগঞ্জ শহরের নাগরিকরা যাতে সহজেই করোনার ভ্যাকসিন ভিড় এড়িয়ে নিতে পারে তাদের জন্যই এই ব্যবস্থ্যা করা হয়েছে।প্রসাশক শচিন সিংহ রায় বলেন যে তিনটি নুতন কেন্দ্র হচ্ছে সেগুলি হল কালিয়াগঞ্জ মনমোহন বালিকা বিদ্যালয়,কালিয়াগঞ্জ গিন্নি দেবী হিন্দি হাই স্কুল
এবং শহরের শান্তি কলোনির সারদা শিশু কেজি বিদ্যালয়ে।তিনি বলেন প্রতিদিন সকাল দশটা থেকে এই কেন্দ্রগুলিতে ভ্যাকসিন দেবার ব্যবস্থ্যা করা হয়েছে বলে জানান।কালিয়াগঞ্জ।পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় বলেন শহরে ভ্যাকসিন
নেবার ভিড় এড়াতেই এই ব্যবস্থ্যা গ্রহণ করা হয়েছে।জানা যায় কালিয়াগঞ্জ শহরে মাত্র দুটি স্থানে ভ্যাকসিন দেবার ব্যবস্থ্যা থাকায় শহরের সাধারণ মানুষদের প্রচন্ড সমস্যায় পড়তে হাছিল।অনেক নাগরিকদের ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেবার কারনে অনেকে বাধ্য হয়ে বাড়ি ফিরে যেত ভ্যাকসিন নিতে ব্যাপক দেরি হবার কারনে।আগামী সোমবার থেকে এই নুতন তিনটি কেন্দ্র চালু হলে এই সমস্যা আর থাকবেনা।