কালিয়াগঞ্জের “প্রেরণা”র উদ্দ্যোগে হাসপাতালের রোগীদের মধ্যে ফল সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য প্রদান
1 min readকালিয়াগঞ্জের “প্রেরণা”র উদ্দ্যোগে হাসপাতালের রোগীদের মধ্যে ফল সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য প্রদান
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১৬ জুলাই:-কালিয়াগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা “প্রেরণার” সহায়তায় ও সংস্থার সদস্য বলরাম মুন্সীর স্ত্রী সুলতা দেবীর প্রয়ান দিবসকে সামনে রেখে শুক্রবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত রোগীদের মধ্যে ফল সহ বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য
প্রদানের কর্মসূচি পালন করা হয়। মোট 70 জনকে এই খাদ্য বিতরণ করা হয় l খাবারের মধ্যে ছিলো – ডিম সেদ্ধ, কলা, পাউরুটি, আম, আপেল, মৌসুমী, জলের বোতল l এছাড়া মাস্কও বিতরণ করা হয় lসংস্থার সহ-সম্পাদক রতন বিশ্বাস জানান – “সমাজের বঞ্চিত, অবহেলিত প্রান্তিক মানুষের পাশে ‘প্রেরণা -একটি মানবিক মুখ। হাসপাতালের সুপারের অনুমতি নিয়ে এই খাদ্য বিতরণ কর্মসূচী পালিত হয় l এই কর্মসূচিতে সকলেই খুশি হয়