January 11, 2025

চরম সংকটে উত্তর দিনাজপুর জেলার আশা কর্মীরা। প্রতিবাদে বিক্ষোভ ইসলামপুরে

1 min read

চরম সংকটে উত্তর দিনাজপুর জেলার আশা কর্মীরা। প্রতিবাদে বিক্ষোভ ইসলামপুরে

দেবব্রত চক্রবর্তী ইসলামপুর পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ইসলামপুর মহাকুমা শাখার পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে আজ এক স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মাধবীলতা পাল জানান তাদের মোট মহকুমায় ৫০০ ওপরে আশা কর্মী বাসা দিদিরা আছেন তাদের প্রত্যেকেরই এই অবস্থা বিগত চার মাস ধরে তারা ইন্সেন্টিভ পাচ্ছেন না এবং তাদের যে অনারিয়াম সেই অনারিয়াম

ঠিক সময় মতন তারা পাচ্ছে না এমত অবস্থায় তারা চরম সংকটের মধ্যে পড়েছেন। আজ মহকুমা শাসকের কাছে এসেছি আমরা জেলাশাসক কে জানিয়েছি স্বাস্থ্য দপ্তরের সিএমএইচ কেউ জানিয়েছে যে তারা ইন্সেন্টিভ পাচ্ছে না দ্রুততার সঙ্গে তাদের

 

এই ইন্সেন্টিভ চালু করতে হবে নইলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে পিছপা হবে না তিনি আরো বলেন আজকে মহকুমা শাসকের কাছে তারা ডেপুটেশন দিতে এসেছিলেন কিন্তু মহকুমা শাসক না থাকায় তারা ম্যাজিস্ট্রেটের হাতে তাদের স্মারকলিপি জমা করে গেছেন তাদের আরও দাবি তারা এই আট চরম আর্থিক অবস্থার মধ্যেও কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের ইন্সেন্টিভ ঢুকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *