কোভিড অতিমারী পরিস্থিতিজনিত কারনে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী রথের চাকা ঘুরবেনা এবার
1 min readকোভিড অতিমারী পরিস্থিতিজনিত কারনে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী রথের চাকা ঘুরবেনা এবার
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮জুলাই:কোভিড অতিমারী পরিস্থিতিজনিত কারনে রাজ্য সরকারের বিধিনিষেধের জেরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জের ঐ তিহ্যবাহী রথের বিশালাকার মেলা ও রথের চাকা ঘুরবে না বলে রথ উৎসব কমিটির সম্পাদক দুলাল কুন্ডু জানান।দুলাল বাবু বলেন মন্দির প্রাঙ্গনে রথ দাঁড়িয়ে থাকলেও শুধু রথের দড়ি স্পর্শ করতে পারবে সীমিত ভক্তগণ।
আগামী ১২ই জুলাই কোভিড বিধিনিষেধ মেনে জগন্নাথ দেবের পূজার্চনা হবে।পরে বলরাম ও শুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেবের রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে বলে জানা যায়।গত সোমবার কালিয়াগঞ্জ নাট মন্দির উৎসব কমিটি কর্মকর্তাদের অন্যতম প্রকাশ কুন্ডু ও পরিতোষ নন্দী এই সিদ্ধান্তের কথা জানান।রথের সপ্তাহব্যাপী মেলা না হবার জন্য সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ে।তবে প্রকাশ কুন্ডু এবং পরিতোষ নন্দী বলেন প্রথা মেনে জগন্নাথ,বলরাম এবং সুভদ্রার পূজার্চনা সমস্তটাই হবে বলে জানান।এ বছর রথের মেলা হবেনা জন্য কালিয়াগঞ্জের সর্বত্র মাইকযোগে প্রচার করার ব্যবস্থ্যা করা হয়েছে।