কালিয়াগঞ্জ এর ট্রাফিক পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ
1 min readকালিয়াগঞ্জ এর ট্রাফিক পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮জুলাই:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ সুপারের নির্দেশে এবং কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে কালিয়াগঞ্জ শহরের গাড়ির চালক তথা বাইক আরোহীদের সচেতন করতে কালিয়াগঞ্জ শহরে একটি বাইক র্যালী বের হয়।বাইক র্যালীর মূল স্লোগান ছিল নিজে বাচ অন্যকে বাঁচাও।কালিয়াগঞ্জ থানার ট্রাফিক অফিসার দিনাসাং সেরপার নেতৃত্বে আজকের
এই বাইক র্যালী পরিচালিত হয়।সেফ ড্রাইভ সেফ লাইফের এই বাইক মিছিলে কালিয়াগঞ্জ থানার পুলিশ অফিসার সহ প্রায় পাঁচশো সিভিকভলান্টিয়ারস অংশ নেয়।কালিয়াগঞ্জ থানার ট্র্যাফিক অফিসার দিনাসাং সেরপা বলেন শহরের মানুষদের সাথে সাথে
বিভিনধরনের গাড়ির চালক ও বাইক আরোহীদের সম্পর্কে বলতে গিয়ে বলেন আমাদের সবাইকে গাড়ি চালাতে হবে চোখ কান খোলা রেখে নিজেদের পরিবার পরি জনদের কথা মাথায় রেখে।তবেই আমরা দুর্ঘটনার মত দুঃখ জনক ঘটনা এড়িয়ে যেতে পারবো।এই কাজে সবার সহযোগিতা আমাদের প্রয়োজন সেফ ড্রাইভ সেফ লাইফের বাইক র্যালী দেখতে শহরের রাস্তার প্রচুর মানুষের ভিড় হয়।