January 11, 2025

মধ্যবিত্তের স্বপ্ন পূরণে এগিয়ে এলো বেথেল স্কুল ।

1 min read

মধ্যবিত্তের স্বপ্ন পূরণে এগিয়ে এলো বেথেল স্কুল ।

আসমা রহমান,টালিগঞ্জ বর্তমান যুগে ইংরেজি ভাষাটা প্রায় বলতে গেলে আমাদের নিত্যসঙ্গী ।বর্তমান যুগে এটি রপ্ত না করলে যে এক পা ও চলা অসম্ভব তা আর বলার অপেক্ষা রাখেনা ।তাই প্রায় প্রত্যেক বাবা-মা’র একটাই স্বপ্ন আমাদের সন্তান ভালো ইংরেজিতে কথা বলতে শিখুক ।কিন্তু স্বপ্ন দেখলে তো আর হলো না এদিকে প্রায় সিংহভাগ ইংরেজি মিডিয়াম স্কুল গুলোর যে পরিমাণ টাকার চাহিদা তাতে করে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ইংরেজী মিডিয়ামে পড়া তো আকাশে চাঁদ ধরার মতোই দুঃসাধ্য হয়ে ওঠে। তবে মধ্যবিত্ত দের এই স্বপ্ন পূরণে এই প্রথম এগিয়ে এলোবেথেল স্কুল ।

বেথেল স্কুলের কর্ণধার কাজী নজিবুর রহমানের উদ্দেশ্য ই ছিলস্বল্প কিছু খরচে সাধারন পরিবারের মেধাবী সন্তানদের ঘরে ঘরে ইংরেজি শিক্ষা পৌঁছে দেওয়া। এই স্বপ্ন পূরণেকাজী নজিবুর রহমান ২০০৫  সালে বেথেল স্কুল এর প্রতিষ্ঠা করেন। স্কুলে পড়াশুনোর পাশাপাশি উপযুক্ত বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনার দ্বারা যোগব্যায়াম ,ক্যারাটে, ফুটবল, ক্রিকেট ,বাস্কেট বল ,টেবিল টেনিস, ব্যাডমিন্টন এছাড়াও গান নাটক ইত্যাদি শেখানোর সুযোগ করে দিয়েছেন ।

উদ্দেশ্য একটাই বর্তমান প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। এই স্কুলটি আইসিএসসি বোর্ড এর অন্তর্গত এবং যে কোনো ছাত্রছাত্রী বাংলা মিডিয়াম থেকে আগত হলেও কোন সমস্যা নেই সেক্ষেত্রে তাদের স্পেশাল ক্লাসের মাধ্যমে বিশেষভাবে ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হয়ে থাকে। এছাড়াও ক্লাসে যে সমস্ত দূর্বল বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে রয়েছে রেমেডিয়াল কোচিংয়ের সুবর্ণ সুযোগ

এছাড়াও ইউনিট টেস্ট পেন্ডিং রয়েছে তার পরেও রয়েছে প্রচুর মকটেস্ট এর সুযোগ ,যাতে করে পতিতা বাচ্চারা ও নির্দ্বিধায় শেখার মধ্যে কোন দুর্বল জায়গা না থেকে। তাদের শেখাটা যেন প্রকৃত অর্থেই স্বার্থক হয়ে ওঠে। এছাড়াও জয়েন এন্ট্রান্স এবং

 

নিট যে সমস্ত ছেলে মেয়েরা ইচ্ছুক রয়েছে তাদের জন্য রয়েছে একটা সূবর্ণ সুযোগ বেথেল স্কুলের আইআইটি প্রফেশর ইউনিভার্সিটি ও কলেজের প্রফেশর বিভিন্ন অভিজ্ঞতার দ্বারা তাদেরকে কোচিং দেওয়া হয়ে থাকে এবং বলা আবশ্যক যে এল বেথেল স্কুলের ফলাফল খুবই ভালো এছাড়া অন্যান্য বহু সুযোগ রয়েছে। তাই আর দেরি নয় এখনো পর্যন্ত এডমিশন চলছে যদি আপনারা ইচ্ছুক হন তাহলে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে
9836844376/(033)2498-0323/0346

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *