January 11, 2025

চোপড়ায় চাষের জমিতে নতুন নদীর জন্ম

1 min read

চোপড়ায় চাষের জমিতে নতুন নদীর জন্ম

রাকেশ রায় চোপড়া চোপড়ায় চাষের জমিতে নতুন নদীর জন্মবছর ঘুরলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেননি প্রশাসন।গতবছর লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ে চোপড়া থানার বিভিন্ন এলাকা ।উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালির ৩ নাম্বার হাঁসখালি গ্রাম । এই গ্রাম থেকেই শুরু হয়েছে যাত্রাপথ।জলের প্রবল স্রোতে চাষের জমির বুক চিড়ে নতুন নদীর জন্ম হয়েছে।

এই জলের স্রোত নষ্ট করেছে চাষের জমি , ধানের ক্ষেত, চা বাগান আনারস ক্ষেত ও রাস্তাঘাট । এখানে আগে কোন খাল বা নালা ছিলনা এবং অদ্ভুত ভাবেই এই জলস্রোত দুই পাড় ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছে অনেকটা দূরের মহানন্দা নদী অভিমুখে। ফলে ক্ষতির মুখে ক্ষুদ্র চা চাষি , আনারস ও ধান চাষীরা । আতঙ্কিত এলাকা বাসী । সমস্যায় পড়েছেন ৮ টি থেকে ১০ টি গ্রামের প্রায় হাজার দশেক মানুষ । গ্রামবাসীরা বলছেন গতবার একটানা বৃষ্টির কারণে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযােগ গত বছর ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গেলেও কোনো রকম কাজ করা হয়নি । এবার বর্ষায় ফের বড়োসড়ো ভাঙ্গনের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে এলাকার চাষীদের। এখনই কোন রকম উদ্যোগ না নেওয়া হলে এবছর বর্ষায় ফের নতুন নদীর ভাঙ্গনে একরের পর একর চাষের জমি তলিয়ে চলে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *