দক্ষিণ দিনাজপুরে ৪দিনের “প্রথম অন লাইন তায়কন্ড পুমসে সেমিনার”
1 min readদক্ষিণ দিনাজপুরে ৪দিনের “প্রথম অন লাইন তায়কন্ড পুমসে সেমিনার”
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫ “দক্ষিন দিনাজপুর তায়ক্বোণ্ডো অ্যাসোসিয়েশন” বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে এসেছে । এই করোনা মহামারীর সময়ও পিছিয়ে নেই দক্ষিন দিনাজপুর জেলার মার্শাল আর্ট জগতের আলোড়ন সৃষ্টিকারী এই সংস্থা। এই সময়ের কথা মাথায় রেখেই দক্ষিন দিনাজপুর তায়ক্বোণ্ডো অ্যাসোসিয়েশন আয়োজন করেছে
৪ দিনের একটি প্রশিক্ষণ শিবির যার নাম “১ম অনলাইন তায়ক্বোণ্ডো পূমসে সেমিনার”। এই প্রশিক্ষণ শিবিরটি গত ২২ শে জুন ২০২১ তারিখে চালু হয় এবং ২৫শে জুন ২০২১ তারিখে শেষ হয়। এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন ফিলিপিন্স দেশের সনামধন্য তায়ক্বোণ্ডো মাস্টার ডং লি ভান, ৭তম ডান ব্ল্যাক বেল্ট । এই শিবির এ মোট ৬৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে উপযুক্ত পরিকাঠামো না থাকায়, অনেকেই অংশগ্রহণ করতে পারেনি। সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে “দক্ষিন দিনাজপুর তায়ক্বোণ্ডো অ্যাসোসিয়েশন” প্রশিক্ষণটি নিজেদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরবর্তিতে আবার শেখার সুযোগও করে দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেবার ও ব্যাবস্থা করা হয় বলে জানান “দক্ষিন দিনাজপুর তায়ক্বোণ্ডো অ্যাসোসিয়েশন”- এর সম্পাদক দিবাকর মন্ডল।
They ll be made of body-safe materials, allowing full use without worry or negative effects on the body or the environment buy cialis professional
Preclinical animal models have provided a great deal of information on potential common pathogenic mechanisms underlying these two clinical identities priligy reddit 0, MedCalc Software, Mariakerke, Belgium
Again, this is totally normal and nothing to be embarrassed by cialis
Tadalafil is indicated for the treatment of erectile dysfunction ED and either alone or in combination with finasteride for the treatment of benign prostatic hypertrophy BPH buy generic cialis MEN v WOMEN SATISFACTION
Now both is the wise choice for a couple of reasons. how to order clomid on line in canada
nolvadex bodybuilding IГў m just super excited to come home, put on the pinstripes and play in front of the greatest fans in baseball.
Asthma was diagnosed at 2 years of age and the patient was on varying regimens of bronchodilator and immunotherapy over the years. will 3 days of doxycycline cure chlamydia