কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা মানুষদের স্বার্থে তৃণমূলের উদ্দ্যোগে জল ছত্রের ব্যবস্থ্যা-
1 min readকালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা মানুষদের স্বার্থে তৃণমূলের উদ্দ্যোগে জল ছত্রের ব্যবস্থ্যা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫ জুন: রাজ্যে জুরে করোনা ভেকসিন প্রদান করা হচ্ছে।সেই মতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে ভেকসিন দেওয়া হচ্ছে।কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভেকসিন নিতে ভোর রাত থেকেই লাইন দিচ্ছে।কারণ প্রতিদিন ৩০০ জন করে ভেকসিন দেওয়া হচ্ছে।যাতে ভেকসিন নিতে আসা সাধারণ মানুষদের কোন প্রকার অসুবিধা না হয় সেই কারণে স্টেট জেনারেল হাসপাতালের ভেকসিন টিকা করণ স্থানে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “জলছত্রের “আয়োজন করা হয়।
শুক্রবারের জলছত্র কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপণ দেবসিংহ, শহর তৃণমূল সভাপতি তথা পুর প্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ,কালিয়াগঞ্জ পৌর প্রশাসক শচীন সিংহ রায় ,
জেলা তৃণমূল সম্পাদক সুজিত সরকার,১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি আশীষ সেনগুপ্ত, তৃণমূল ছাত্র পরিষদের কালিয়াগঞ্জে সভাপতি অমর গুপ্তা, প্রশাসক মন্ডলীর সদস্য রাজিব সাহা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে শহর তৃণমূল সভাপতি কমল ঘোষ বলেন ভোর থেকে লাইনে দারায় ভেকসিন নিতে আসা মানুষেরা।ফলে পিপাসা গ্রস্থ হয়ে পড়ে তাই “জলছত্রে” এসে জল ও চকলেট খেতে পারবে।কারণ কয়েকদিন যাবত যেভাবে তাপপ্রবাহ চলছে,
তাতে করে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। জলের অপর না জীবন,তাই জল ও চকলেট খেয়ে তাদের কিছু সুবিধা হবে। শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খুশি ভেকসিন নিতে আসা মানুষেরা।