January 6, 2025

সিপিআইএমের বর্ষীয়ান নেতা নন্দদুলাল চ্যাটার্জির মৃত্যুতে কালিয়াগঞ্জে শোকের ছায়া

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–শুক্রবার ভোর রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বর্ষীয়ান সিপিআইএম নেতা নন্দ দুলাল চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাকিয়াগঞ্জ শহর ও গ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪বছর।সিপিআই এম নেতা নন্দ দুলাল চ্যাটার্জি কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন বলে জানা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা যায় নন্দ দুলাল চ্যাটার্জি কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চয়েতের প্রধানের দায়িত্বে পর পর দুবার থাকার পর কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বে থেকে প্রচন্ড সুনামের সাথে বেশ কয়েকবছর কাজ করেন।প্রয়াত নন্দ দুলাল চ্যাটার্জি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের দুরবস্থা কাটিয়ে তুলে রাজ্যের সমবায় ব্যাঙ্ক গুলির অন্যতম ব্যাঙ্কে উন্নীত করেন।জানা যায় নন্দ দুলাল চ্যাটার্জি যেমন দলীয় রাজনীতিতে দাপুটে নেতা বলে খুব অল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করেছিলেন তেমনি একজন দক্ষ প্রশাসক হিসাবেও সর্বত্র তার সুনাম ছিল।সিপিআইএমের বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোক জানিয়ে উত্তর দিনাজপুর জেলার সিপিআই এমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন তাদের দল একজন প্রকৃত দল দরদী ও দক্ষ রাজনীতিবিদকে হারালো।তার পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।সকালে প্রয়াত নেতার মরদেহ সুকান্ত মোড়ের  সিপিআই এমের দলীয় কার্যালয়ে আনা হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধুরী,দিলীপ দাস,দেবব্রত সরকার সহ সিপিআইএম র সদস্য গন।প্রয়াত নেতার মরদেহ তার গ্রামের বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের কুনরের খটসা গ্রামে নিয়ে যাওয়া হলে গ্রামের   শ্মশানেই তার শেষ কৃত্য  সম্পন্ন হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *