January 4, 2025

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি যদি এবার জয়ী হয় তাহলে রায়গঞ্জেই হবে এমস ধাঁচের হাসপাতাল জানালেন বিজেপি উত্তর দিনাজপুর জেলার সভাপতি শংকর চক্রবর্তী

1 min read
তন্ময়  চক্রবত্তীঃ- উত্তর  দিনাজপুরঃ- আগামীতে কেন্দ্রে যদি বিজেপির নেতৃত্বে সরকার গঠন হয় আর রায়গঞ্জ লোকসভা কেন্ত্রে বিজেপি জয়ী হয় তা হলে রায়গঞ্জেই এমস ধাঁচের হাসপাতাল হবে ব্যাপারে কোন দ্বিমত নেই বলে এক একান্ত সাক্ষাৎকারে কথা জানালেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতি শঙ্কর চক্রবত্তিতিনি বলেন রায়গঞ্জের মানুষ হয়ে তিনিও চান এখানেই হোক এই হাসপাতাল


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শঙ্কর বাবু বলেন এখনই যদি রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে কেন্দ্রসরকারের কাছে প্রস্তাব পাঠান তাহলে কেন্দ্র সরকার তা মঞ্জুরি করে দিবেকিন্তু রাজ্য সরকার তা দিচ্ছে না বলে এই হাসপাতাল এখানে হচ্ছে না তিনি বলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে তার এব্যাপারে কথা হয়েছেতিনি রায়গঞ্জেই এই হাসপাতাল করতে রাজি আছেতিনি বলেন   তার ইচ্ছা রায়গঞ্জে  আগামী দিনে কেন্দীয় ক্যানসার গবেষণা কেন্দ্র নিউরো হাসপাতাল এখানে গড়া যায় কিনা সেটাও তার চিন্তা ভাবনার মধ্যে আছেশঙ্কর বাবু বলেন ,আজকে যদি প্রিয়রঞ্জন দাসমুন্সি বেঁচে থাকত তাহলে অনেকদিন আগেই এমস হাসপাতাল এখানে গড়ে উঠতকিন্তু তার নাম  ভাঙিয়ে এখন শুধু রাজনীতি হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে নাআর বতর্মান রায়গঞ্জের যিনি সংসদ রয়েছেন তিনি জীবন্ত জীবাশ্মর মতো দাঁড়িয়েআছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



কারন সিপিএম এর  সঙ্গে বিজেপির সম্পর্ক সাপ বেজির মতোতাই  তিনি বিজেপি সরকারের কাছ থেকে কোন কিছুই আদায় করে আনতে পারছেন নাশংকর বাবুর আক্ষেপএই জেলায় অনেক কিছুই হওয়া দরকার কিন্তু কিছুই হচ্ছে না তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্রে রায়গঞ্জে একটি পাসপোর্ট পরিষেবা রাধিকাপুর থেকে যে পণ্যবাহী ট্রেন চালু করেছে তা এক নযা দৃষ্টান্ততিনি বলেন এই জেলায় ছেলে মেয়েদের চাকরি নেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যদিও কিছু চাকরি হয় তাও লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়ফলে অনেক গরিব ঘরের সন্তানরা বাধ্য হয়ে অসামাজিক কাজের সাথে যুক্ত হচ্ছেতাই তার ইচ্ছা আগামীতে যাতে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর এ একটি বহি বাণিজ্য কেন্দ্রের পাশাপাশি জেলায় বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করে যাবেন পাশাপাশি শংকর বাবু বলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত দলমত নির্বিশেষে জেলার উন্নয়নে ঝাঁপিয়ে পড়া তবেই এই জেলার উন্নয়ন সম্ভব শংকর বাবু বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণকর  প্রকল্পের সুবিধা উত্তর দিনাজপুর জেলার মানুষ ঘরে ঘরে পেয়েছেন ।  তবে এক্ষেত্রে কিছু কিছু দুর্নীতির অভিযোগও পাওয়া গেছে তবে যাই হোক না কেন মানুষ এই পরিষেবা পাছেন।সবাই
জানে কার টাকায় এই কাজ হছে । এদিকে লোকসভা নির্বাচন এর দামামা বাজতে শুরু করার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী বাছাই করতে এখন জোরকদমে ব্যস্ত  এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি উত্তর দিনাজপুর জেলায় বিগত নির্বাচনগুলোর তুলনায় একটু ভালো ফল করায় বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।  কর্মীদের দাবি যখন জেলা বিজেপির সভাপতি শংকর চক্রবর্তীর নেতৃত্বে জেলায় বিজেপি একটা নতুন দিশা  তখন এবার বিজেপির রাজ্য নেতৃত্বের উচিৎ এই জেলায় রায়গঞ্জ লোকসভা আসন শংকর চক্রবর্তী হোক বিজেপির প্রার্থীএতে জেলার প্রত্যন্ত অঞ্চলের কর্মীদের যেমন ভোটের ময়দানে নেমে প্রতিপক্ষের সামনে লড়াই করতে সুবিধা হবে তেমনই এই কেন্দ্র থেকে বিজেপির  জয়ও নিশ্চিত হবে বলে কর্মীরা মনে করেন ।   


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *