কালিয়াগঞ্জ এর শহর ও গ্রামের মানুষদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ বিধায়ক সৌমেন রায়।
1 min readকালিয়াগঞ্জ এর শহর ও গ্রামের মানুষদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ বিধায়ক সৌমেন রায়।
তনময় চক্রবর্তী মানুষের সেবার চাইতে আর বড় কিছু সেবা হতে পারে না ।আজ যখন জারি করা হয়েছে লক ডাউন।যখন এই লক ডাউন এ মানুষের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে দাঁড়িয়েছে ঠিক তখন কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায় এর উদ্যোগ অনেকটাই আলাদিনের আশ্চর্য প্রদীপ । করোনা আবহে ত্রাতার ভূমিকা নিয়েছে তিনি কালিয়াগঞ্জএর গ্রাম ও শহরের মানুষদের কাছে গিয়ে ।কখনো বিধায়ক কে দেখা যাচ্ছে কালিয়াগঞ্জ শহরের অসহায় গরিব মানুষদের রান্না করা খাবার দিতে কখনো বা আবার তিনি নিজে হাতে ব্যাগ নিয়ে অসহায় গরিব মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ।শুধু এখানেই বিধায়ক থেমে থাকেন নি।করোনা আবহে যখন সাধারন মানুষ জীবন জীবিকা নিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে ঠিক তখন তিনি জীবন কে বাজি রেখে নিজেই করোনার বিরুদ্ধে লরাই চালিয়ে যাচ্ছেন তাদের পাশে গিয়ে ।
কখনো গ্রামে গিয়ে কখনো শহরের ওয়ার্ড এ ওয়ার্ড এ।যখন ই তিনি দেখছেন কোন অসহায় মানুষ এক চিলতে কুড়ে ঘরে থেকে বহু কষ্টের মধ্যে দিন গুজরান করছেন ঠিক তখনই তিনি খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়ে অসহায় গরীব মানুষদের পাশে আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে দাড়িয়ে যাচ্ছেন।আর নিমিষের মধ্যে সেই মানুষ গুলোর সমস্যা সমাধান করে দিচ্ছেন ।উল্লেখ্য বিধানসভার ভোটের আগে শাসক দল সহ অনেক নিন্দুকেরা বলেছিলেন ভোটে যদি জয়লাভ করেন বিধায়ক সৌমেন রায় তাহলে হয়তবা তাকে খুঁজে পাওয়া যাবে না ।
যেহেতু তিনি বহিরাগত তাই তাকে এখানে দেখা যাবে না ।কিন্তু না সকলের মুখে ঝামা ঘষে দিয়ে বিধায়ক সৌমেন রায় করোনা পরিস্থিতিতে সাধারন মানুষের পাশে থেকে করোনা যোদ্ধার মত কাজ করে চলছেন ।যা অনেক তাবর শাসক দলের নেতাদের চোখে আঙুল তুলে তাদের হার মানিয়ে দিয়েছে।
বিধায়ক সৌমেন রায় করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে কাজ করে চলছেন তাতে খুশি কালিয়াগঞ্জ এর মানুষ।অনেককে বলতে শোনা গেল এমন বিধায়ক কে আমরা চেয়ে
ছিলাম। একজন যোগ্য বিধায়ক হিসেবে তিনি কালিয়াগঞ্জ বাসীর জন্য যে কাজ করে চলছেন এমন কঠিন পরিস্থিতির মধ্যেও।তার জবাব নেই , ভাষায় প্রকাশ করা যাবে না । কোনদিনই তাকে গৃহবন্দি অবস্থায় থাকতে দেখা
যাচ্ছে না।দেখা যাচ্ছে সকাল থেকে রাত অব্দি যেখানে অসহায় মানুষের কান্না, সেখানেই তাকে পৌঁছে যেতে। কালিয়াগঞ্জ এর কিছু কিছু নাগরিকরা জানান, কালিয়াগঞ্জে অনেক বিধায়ক আগেও ছিলেন কিন্তু কাউকে এমন করে মানুষের পাশে বিপদের সময় থাকতে দেখা যায়নি। বর্তমানে কালিয়াগঞ্জ এর বিধায়ক এতটাই তাদের কাছে আপন হয়ে গিয়েছেন যেন তিনি তাদেরই ঘরের মানুষ তাদের সৌমেন ।
সবশেষে একটা কথা না বললেই নয় সেই ভূপেন হাজারিকার বিখ্যাত একটি গানের লাইন যে, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটুকু কি মানুষ সহানুভূতি পাবে না ও বন্ধু।হাঁ আজ এমন বন্ধুর খোঁজ পেয়েছে কালিয়াগঞ্জ এর মানুষ বহুদিন পর কালিয়াগঞ্জ এর নতুন বিধায়ক বিজেপির সৌমেন রায় কে কাছে পেয়ে।