কালিয়াগঞ্জ এর রাতন কাকড়া মোড়ে রাস্তা অবিলম্বে সংস্কার করা হোক দাবি বিধায়ক এর কাছে গ্রামবাসীদের
1 min readকালিয়াগঞ্জ এর রাতন কাকড়া মোড়ে রাস্তা অবিলম্বে সংস্কার করা হোক দাবি বিধায়ক এর কাছে গ্রামবাসীদের
শুভ চ্যাটার্জী কালিয়াগঞ্জ প্রতিবারই ভোট আছে ভোট যায়, কিন্তু এলাকার মানুষরা যে তিমিরে ছিল আজও সেই তিমিরেই আছে। কালিয়াগঞ্জ এর অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রাতের কাকড়া মোড়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষরা তাদের এই এলাকার রাস্তা
সংস্কারের দাবিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এমনকি প্রাক্তন কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন সিংহের কাছে বারবার দরবার করেও আজও সেই রাস্তার হাল ফেরেনি। অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ভবন সংস্কার হয়েছে।
স্থানীয় মানুষের অভিযোগ তাদের এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনই বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বর্ষার সময় চলাফেরা করাই এলাকার মানুষদের চরম সমস্যা হয়ে দাঁড়ায়।
এলাকার মানুষদের দাবি অবিলম্বে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এমনকি কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়ের এ ব্যাপারে দৃষ্টি দেওয়া প্রয়োজন। নচেৎ আগামীদিনে এলাকার বাসিন্দারা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন বলে জানান।