গাড়ি চালানো শিখতে গিয়ে আজুরিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে উল্টে গেল মারুতি সহ ২ জন! ঘটনায় চাঞ্চল্য এলাকায়
1 min readগাড়ি চালানো শিখতে গিয়ে আজুরিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে উল্টে গেল মারুতি সহ ২ জন! ঘটনায় চাঞ্চল্য এলাকায়
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। গাড়ি চালানো শিখতে গিয়ে আজুরিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে উল্টে গেল মারুতি সহ ২জন! ঘটনায় চাঞ্চল্য এলাকায়,ফের একবার পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে!স্থায়ীয় সূত্রে জানা গিয়েছে দাসপুর থানার আজুরিয়া এলাকায় গৌরা বারাসাত সড়কে শনিবার বিকেলে মারুতি ভ্যান চালানো শিখতে গিয়ে ঘটে বিপত্তি!
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরেই উল্টে যায় গাড়ি সহ গাড়িতে থাকা দুই ব্যাক্তি। এর জেরে আহত হয়েছেন গাড়িতে থাকা ওই দুই ব্যাক্তি ।তবে গাড়ির মালিক ও আহত ব্যাক্তিদের সম্পূর্ণ পরিচয় না জানা গেলেও উভয়েই দাসপুর-২ ব্লকের গোছাতি গ্রামের বাসিন্দা বলেও জানা গেছে। তবে গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।