প্রাক্তন পৌরপ্রতি অরুন দে সরকারের সঙ্গে কংগ্রেসের কোন সম্পর্ক নেই বললেন কালিয়াগঞ্জ এর টাউন কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ- প্রাক্তন পৌরপ্রতি অরুন দে সরকার আর নেই । অর্থাৎ কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌরপ্রতি অরুন দে
সরকারের সঙ্গে কংগ্রেসের কোন সম্পর্ক নেই বলে জানালেন টাউন কংগ্রেসের সভাপতি সুজিত
দত্ত । তিনি বলেন যবে থেকে তার চেয়ারম্যান এর পদ হারিয়েছেন তবে থেকেই তিনি অন্য দলে যাওয়ার
চিন্তাভাবনা করছিলেন । কিন্তু কোন কারণে যেতে পারেননি । তাই তার ভাবমূর্তি এখন শেষ
হয়ে গিয়েছে ।
সরকারের সঙ্গে কংগ্রেসের কোন সম্পর্ক নেই বলে জানালেন টাউন কংগ্রেসের সভাপতি সুজিত
দত্ত । তিনি বলেন যবে থেকে তার চেয়ারম্যান এর পদ হারিয়েছেন তবে থেকেই তিনি অন্য দলে যাওয়ার
চিন্তাভাবনা করছিলেন । কিন্তু কোন কারণে যেতে পারেননি । তাই তার ভাবমূর্তি এখন শেষ
হয়ে গিয়েছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কংগ্রেসের কাউন্সিলর হিসেবে কালিয়াগঞ্জ পৌরসভায় অরুণ বাবু এবং
তার স্ত্রী থাকলেও তাদের কালিয়াগঞ্জের কংগ্রেস দল মনে করে তারা কেউই কংগ্রেসের কর্মী
নন। কারণ অরুণ বাবু নিজের খেয়াল খুশী মত
চলেন । দলের সাথে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সামান্য সৌজন্যটুকু তিনি হারিয়ে ফেলেছেন , তাই
প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন ও মৃত্যু দিবসে তার হাতে একটি ও ফুল ও পরলোনা
প্রিয়রঞ্জন দাশমুন্সির পায় এ ।এই থেকেই
বুঝা যায় তিনি কত বড় স্বার্থবাদী মানুষ ।
তার স্ত্রী থাকলেও তাদের কালিয়াগঞ্জের কংগ্রেস দল মনে করে তারা কেউই কংগ্রেসের কর্মী
নন। কারণ অরুণ বাবু নিজের খেয়াল খুশী মত
চলেন । দলের সাথে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সামান্য সৌজন্যটুকু তিনি হারিয়ে ফেলেছেন , তাই
প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন ও মৃত্যু দিবসে তার হাতে একটি ও ফুল ও পরলোনা
প্রিয়রঞ্জন দাশমুন্সির পায় এ ।এই থেকেই
বুঝা যায় তিনি কত বড় স্বার্থবাদী মানুষ ।
তাই কালিয়াগঞ্জের কংগ্রেস দল তার সাথে
সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে ।
তিনি আর দলের কেউ নন । সুজিত বাবু বলেন একটা সময় তার ভাবমূর্তি কালিয়াগঞ্জ
থাকলেও এখন তার একটুকুও নেই । কারণ তিনি
নিজে নিজেই নিজের সম্মান নষ্ট করে দিয়েছেন । সুজিত বাবু আরো বলেন অরুণ বাবুর এতই
গদির লোভ যে কলকাতায় তৃণমূলের একুশে জুলাই মঞ্চে গিয়েছিলেন তৃণমূলে যোগদান করতে কিন্তু
তৃণমূলেরই কিছু নেতা এর বিরোধিতা করায় অরুণ বাবুর সেখানে যোগদান করতে পারেননি। ফলে তিনি এখন কোন দলে আছেন সেটা তিনি বলতে
পারবেন। কারণ কংগ্রেসে এখন তিনি নেই, যদি তিনি কংগ্রেসে থাকতেন তাহলে কংগ্রেসের
কালিয়াগঞ্জ এর বিভিন্ন মিটিং মিছিলে তাকে দেখা যেত কিন্তু এখন আর তাকে দেখা যায়
না দলের কোনো মিটিংয়ে। এর থেকে প্রমাণিত
দলের সঙ্গে তার কোন সম্পর্ক নেই।
সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে ।
তিনি আর দলের কেউ নন । সুজিত বাবু বলেন একটা সময় তার ভাবমূর্তি কালিয়াগঞ্জ
থাকলেও এখন তার একটুকুও নেই । কারণ তিনি
নিজে নিজেই নিজের সম্মান নষ্ট করে দিয়েছেন । সুজিত বাবু আরো বলেন অরুণ বাবুর এতই
গদির লোভ যে কলকাতায় তৃণমূলের একুশে জুলাই মঞ্চে গিয়েছিলেন তৃণমূলে যোগদান করতে কিন্তু
তৃণমূলেরই কিছু নেতা এর বিরোধিতা করায় অরুণ বাবুর সেখানে যোগদান করতে পারেননি। ফলে তিনি এখন কোন দলে আছেন সেটা তিনি বলতে
পারবেন। কারণ কংগ্রেসে এখন তিনি নেই, যদি তিনি কংগ্রেসে থাকতেন তাহলে কংগ্রেসের
কালিয়াগঞ্জ এর বিভিন্ন মিটিং মিছিলে তাকে দেখা যেত কিন্তু এখন আর তাকে দেখা যায়
না দলের কোনো মিটিংয়ে। এর থেকে প্রমাণিত
দলের সঙ্গে তার কোন সম্পর্ক নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});