January 11, 2025

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে বেতআচড়া সাপ উদ্ধার

1 min read

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে বেতআচড়া সাপ উদ্ধার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২৪মে:সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিট এর ঘর থেকে একটি বেতআঁচরা সাপ উদ্ধার করল উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলস এর সদস্যরা।সোমবার বিকেলের দিকে ডায়ালিসিস ইউনিট এর বাতানুকূল যন্ত্রের ভেতরে একটি সাপ কে দেখতে পেয়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এবং রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ।

খবর দেওয়া হয় উত্তরদিনাজপুর এনিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া কে। তিনি তখন সংস্থার প্রশিক্ষিত সদস্য রাজন শর্মা, সোমেন দাস ও বিশাল রায় কে পাঠিয়ে দেন সাপটিকে উদ্ধার করার জন্য। তারা কিছুক্ষনের চেষ্টায় সাপটিকে বাতানুকূল যন্ত্রের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার করা সাপটি সম্পূর্ণরূপে একটি নির্বিষ সাপ । সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেছেন – ” যেহেতু সংস্থার সদস্যরা জেলার বিভিন্ন প্রান্তে সাপ, পাখি সহ অন্যান্য প্রাণীদের উদ্ধার ও চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছে ,তাদের প্রত্যেকেরই কোভিড ভ্যাকসিন এর প্রয়োজন আছে ।এর জন্য আজ জেলা স্বাস্থ্য আধিকারিক এর কাছে সংস্থার সদস্যদের লিস্ট জমা দেওয়া হয় এবং আবেদন করা হয় তাদের ভ্যাকসিন এর জন্য” । বেশ কিছু করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি থেকেও উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলস এর সদস্যরা সাপ উদ্ধার করে নিয়ে এসেছে। আজকের উদ্ধার করা সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *