January 11, 2025

কোভিড পরিস্থিতি মোকাবেলায় এবার ইসলামপুর বিজেপির শহর মন্ডল ও জেলা নেতৃত্বের উপস্থিতে এক গাড়ির উদ্বোধন করা হলো

1 min read

কোভিড পরিস্থিতি মোকাবেলায় এবার ইসলামপুর বিজেপির শহর মন্ডল ও জেলা নেতৃত্বের উপস্থিতে এক গাড়ির উদ্বোধন করা হলো

কোভিড পরিস্থিতি মোকাবেলায় এবার ইসলামপুর বিজেপির শহর মন্ডল ও জেলা নেতৃত্বের উপস্থিতে এক গাড়ির উদ্বোধন করা হলো। গাড়ির পরিষেবা শুরু করলো এই গাড়িতে সাধারণ রোগীরা যারা ডাক্তার দেখানো সহ বিভিন্ন কাজে বয়স্করা যেমন পেনশন তুলতে যাওয়া বাজার করতে যাওয়া এই সমস্ত কাজে এই গাড়ির মাধ্যমে অনায়াসে যাওয়া-আসা করতে পারবেন। ফোনের মাধ্যমে বুকিং করলে বিনামূল্যে তারা পাবেন। বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি বাসুদেব সরকার জানান উত্তর দিনাজপুর জেলা জুড়ে কভিদ পরিস্থিতি যে দ্বিতীয় ঢেউ চলছে এই সময় দেশ চরম যে দেখা দিয়েছে সেটি হচ্ছে অক্সিজেন ব্যবস্থা সেই অক্সিজেন ব্যবস্থায় উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে বিজেপি।

সেইসঙ্গে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে একটি ভ্যান আজকের শুভ উদ্বোধন করা হয় সেই ভ্যানের মাধ্যম দিয়ে সাধারন রোগী যারা এবং যারা সাধারণ মানুষ যারা যেতে আসতে পারেন না গাড়ির অভাবে যেহেতু লকডাউন চলছে গাড়ির পরিষেবা বন্ধ রয়েছে টোটো পরিষেবা বন্ধ রয়েছে সেই জন্য এই গাড়ি ব্যবস্থা। এছাড়াও আজ চোপড়া এলাকায় রাজনৈতিক হিংসা ছাড়া ঘর ছাড়া ও কোভিদ পরিস্থিতির কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সাহায্যার্থে কিছু খাদ্যশস্যর একটি ভ্যানের আজকে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেয়। দুটি গাড়ি বিজেপির দলীয় কার্যালয় দোলিয়ো ফ্ল্যাগ হাতে নিয়ে নাড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা সভাপতি ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির-সভাপতি বাসুদেব সরকার উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন মন্ডল সভাপতি সন্দীপ ভট্টাচার্য দুলাল নন্দী সহ বিভিন্ন নেতাকর্মীরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।তিনি বলেন রায়গঞ্জের সাংসদ যেহেতু কোভিড আক্রান্ত গত চারদিন আগে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কলকাতার বাড়িতে তিনি কিছুদিনের মধ্যেই তাঁর সাংসদ ক্ষেত্রে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *