ইটাহার বিধান সভার নব নির্বাচিত তৃনমূলের বিধায়ক মোশারফ হোসেন কে সংবধ’না
1 min readইটাহার বিধান সভার নব নির্বাচিত তৃনমূলের বিধায়ক মোশারফ হোসেন কে সংবধ’না
২৩মে শশাঙ্ক সরকার ইটাহার: আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে ইটাহার বিধান সভার নব নির্বাচিত তৃনমূলের বিধায়ক মোশারফ হোসেন কে সংবধ’না দেওয়া হয় রবিবার ইটাহারে। এদিন ইটাহার থানার জয়হাট অঞ্জলের বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষ করোনা বিধি নিয়ম মেনে ইটাহার থানার জয়হাট অঞ্জলের চেকপোষ্ট তৃনমূলের দলিও কায’লয়ে নব নির্বাচিত বিধায়ক
মোশারফ হোসেন কে ফুলের তোড়া সহ অন্যান্য উপহার দিয়ে সংবধ’না জানান আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে। যদিও বিধায়ক মোশারফ হোসেন বলেন ইটাহার ব্লকের সাধারণ মানুষ ভালো বেসে যে দায়িত্ব দিয়েছেন আমাকে,তাই আগামী দিনে তাদের পাশে থেকে কাজ করতে পারি তাই যারা সংবধ’না দিচ্ছে তাঁদের কেউ সুভেচ্ছা জানায়।