কালিয়াগঞ্জে বয়স্কদের জন্য দুয়ারে কোভিড ভ্যাক্সিন দেবার জোরালো দাবি উঠলো
1 min readকালিয়াগঞ্জে বয়স্কদের জন্য দুয়ারে কোভিড ভ্যাক্সিন দেবার জোরালো দাবি উঠলো
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩মে:বৃদ্ধ বৃদ্ধাদের টাটফাটা রৌদ্রে বিশাল লাইনে দাঁড়িয়ে করোনা ভ্যাকসিন না দিয়ে তাদের জন্য দুয়ারে কোভিড ভ্যাকসিন দেবার জোরালো দাবি উঠলো কালিয়াগঞ্জ শহর ও গ্রামে। করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ নেবার জন্য কালিয়াগঞ্জ শহরে যে ভাবে হুড়োহুড়ি পড়েছে তাতে করে বয়স্ক পুরুষ ও মহিলাদের টাটফাটা রৌদ্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে।তাই কালিয়াগঞ্জ শহর ও গ্রামে বয়স্কদের করোনার ভ্যাকসিন দেবার জন্য দুয়ারে সরকার,দুয়ারে ভোটের মত দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি চালু করবার জন্য বয়স্ক ব্যক্তিদের মধ্যে থেকে জোরালো দাবি উঠলো।তাদের দাবি দুয়ারে ভোট দেবার মত দুয়ারে ভ্যাকসিন চালু করলে
কোভিড ভ্যাকসিন নেবার ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের কোন সমস্যা থাকবেনা।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়া, শান্তিকলোনি এবং মারওয়ারী পট্টির জিতেন্দ্র সরকার,অবনি মন্ডল এবং শান্তিবালার দাবি সদ্য হয়ে যাওয়া বিধানসভা ভোটের সময় রাজ্য সরকার যে ভাবে দুয়ারে সরকার,দুয়ারে ভোট কর্মসূচির মাধ্যমে বয়স্ক মানুষদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেবার ব্যবস্থ্যা করেছিল ঠিক একইরকম ভাবে অতিমারি করোনার ভ্যাকসিন দেবার জন্য দুয়ারে ভ্যাকসিন দেবার কর্মসূচি গ্রহণ সরকার কেন করছেনা? সরকারের জেলা প্রশাসন অথবা স্বাস্থ্য দপ্তরবয়স্ক ব্যক্তিদের এই পরিষেবা দিতে এগিয়ে আসুক। করোনা ভ্যাকসিন নেবার জন্য এই বয়সে তাদেরকে করোনা আতঙ্কের মধ্যে টাট ফাটা রৌদ্রের মধ্যে শয়ে শয়ে মানুষদের বিশাললাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন কেন নিতে হবে?সরকার থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে আমাদের ভ্যাকসিন দেবার ব্যবস্থা করুক সরকার।তার জন্য সরকার থেকে উদ্যোগ নেওয়া হচ্ছেনা কেন? ভোটের সময় যদি বয়স্কদের কথা সরকার চিন্তা ভাবনা করতে পারে তাহলে ভোট পরবর্তী সময়ে বয়স্কদের কথা ভাববার অবকাশ সরকারের নেই কেন?সরকার থেকে দুয়ারে ভ্যাকসিনের ব্যবস্থ্যা নিলে আমরা আমাদের পড়ন্ত বেলায় একটু সরকারি পরিষেবা পেয়ে ধন্য হতে পারতাম।এ ব্যাপারে কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ভ্যাকসিনের দেবার ব্যাপারটা সম্পুর্ন স্বাস্থ্য দপ্তরের অধীনে।তাই স্বাস্থ্য দপ্তরই এ ব্যাপারে যা বলার বলতে পারবে।আমি এ ব্যাপারে কোন মন্তব্য করবো না।কালিয়াগঞ্জ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন দাস এক প্রশ্নের উত্তরে বলেন বয়স্ক ব্যক্তিরা যে দাবি উঠিয়েছে তার যৌক্তিকতা যথেষ্টই আছে।রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উচিৎ সমাজের বৃদ্ধ বৃদ্ধাদের সমস্যার দিকে তাকিয়ে বয়স্কদের এই ভ্যাকসিন সমস্যার সমাধানে এগিয় আসা উচিৎ বলেই তিনি মনে করেন।উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক মন্ডল এক প্রশ্নের উত্তরে বলেন করোনা ভ্যাকসিন নেবার ক্ষেত্রে বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থ্যা হলে ভালই হয়।প্রবীণ নাগরিকদের দাবির পেছনে যথেষ্টই যুক্তি আছে বলে তিনি মনে করেন।