প্রাক্তন পৌরপিতা কার্তিক পালের উদ্দ্যোগে প্রেসক্লাবের কোভিদ যোদ্ধাদের নিয়ে “আমরা কোভিড সহ-যোদ্ধা “ঝাঁপিয়ে পড়লো কোভিড আক্রান্তদের সাহায্যার্থে কালিয়াগঞ্জে
1 min readপ্রাক্তন পৌরপিতা কার্তিক পালের উদ্দ্যোগে প্রেসক্লাবের কোভিদ যোদ্ধাদের নিয়ে “আমরা কোভিড সহ-যোদ্ধা “ঝাঁপিয়ে পড়লো কোভিড আক্রান্তদের সাহায্যার্থে কালিয়াগঞ্জে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪মে:কালিয়াগঞ্জ পৌর শহরের কোভিড আক্রান্তদের পাশে প্রাক্তন পৌরপিতা কার্তিক পালের উদ্দ্যোগে ও কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের সহ-যোগীতায় “আমরা কোভিড সহ-যোদ্ধা”নামক সমাজ সেবা মুলক সংস্থা কোভিড আক্রান্তদের সব রকম সহযোগিতা করবার উদ্দেশ্যে নামার সিধান্ত নিল শুক্রবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব ভবনের এক সভায়।মূল উদ্যোক্তা তথা কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ শহরে প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা উর্ধমুখী।
এই অবস্থায়ন কালিয়াগঞ্জ পৌর শহরের সচেতন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব।তাই শহরের দুস্থ্য ব্যক্তিরা যারা কোভিড আক্রান্ত হয়েছে আমরা তাদের আগামী রবিবার থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে ঔষুধপত্রের সাথে প্রয়োজনীয় খাবার সরবরাহ করবার সিধান্ত নিয়েছি।তিনি বলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের ১৭জন সাংবাদিক প্রত্যেকেই বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব নিয়েছেন কোভিড যোদ্ধা হিসাবে।যতদিন কোভিডের প্রবণতা থাকবে আমাদের এই পরিষেবা ততদিনই চলতে থাকবে বলে কার্তিক পাল জানান।শুক্রবারের সভায় কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাজন শর্মা, সম্পাদক অনুপ জয়সোয়াল সহ প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকগণ এই সভায় উপস্থিত ছিলেন। যে যে ওয়ার্ডে যারা যারা দায়িত্বে আছে কবিতা আক্রান্তদের পাশে সাহায্য করার জন্য তারা হলেন
যোগাযোগ করুন মোবাইল নং
ওয়ার্ড নম্বার1) অনির্বান চক্রবর্তীঃ 8617647875
ওয়ার্ড 2-15 ) অনুপ জয়সোয়াল 9475475693
ওয়ার্ড 3) অমিত দে (রাজু) 9475456083
ওয়ার্ড 4) বিকাশ সাহা 9475557947
ওয়ার্ড 5-6) কার্তিক চন্দ্র পাল 9434743351
ওয়ার্ড 7) সুচন্দন কর্মকার 9434325681
ওয়ার্ড 8) সত্যেন মহন্ত(তুফান) 9476416238
ওয়ার্ড 9) মৌ ঠাকুর (রাধারাণী) 8967842277
ওয়ার্ড 10 ) রাজ ঠাকুর 9932518175
ওয়ার্ড 11) প্রিয়া গুপ্তা 8537827904
ওয়ার্ড 12) রাধিকা রঞ্জন দেবভূতি 8918973846
ওয়ার্ড 13) তপন চক্রবর্তী 9434347461
ওয়ার্ড 14) তন্ময় চক্রবর্তী 9434234712
ওয়ার্ড 16) সজ্জন শর্মা 9434061304
ওয়ার্ড 17) ভাস্কর রায় 8759567469 ও সঞ্জীব ঝাঁ 9434426056