December 28, 2024

রায়গঞ্জে ৮৫তম কুলদা কান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ান শিল্ডের উদ্বোধনে হেমন্ত ডোরা

1 min read
তপন চক্রবর্তী--কালিয়াগঞ্জ–সোমবার রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় ৮৫তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ান ও তাঁরা পদ মেমোরিয়াল রানার্স ফুটবল খেলার উদ্বোধন করলেন ভারতের প্রখ্যাত গোলকিপার হেমন্ত ডোরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফুটবল খেলার উদ্বোধন করে তিনি বলেন ফুটবলে আমরা অনেক পিছিয়ে আছি অনেক ছোট ছোট দেশের তুলনায়।আমাদের অনুশীলনের মাধ্যমেই সেখানে পৌঁছাতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস সহ উত্তর দিনাজপুর জেলার প্রবীণ ফুটবল খেলোয়াড়েরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কুলদা কান্ত মেমোরিয়াল শিল্ডের  আহ্বায়ক তথা টুর্নামেন্ট কমিটির সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন মোট আট দলীয় এই ফুটবল খেলে অংশগ্রহণ করছে বাগডগরা আর্মি,ইস্টার্ন রেলওয়ে (কলকাতা)নর্থ বেঙ্গল আর্মড ফোর্স, ইস্টবেঙ্গল ফুটবল একাডেমি(নর্থ বেঙ্গল)আজাদ স্পোর্টিং জালকরা(পাটনা)টালিগঞ্জ অগ্রগামী(কলকাতা)বৈদ্য বাটি এফ সি(হুগলি )।খেলা চলবে আগামী ২৩শে ডিসেম্বর পর্যন্ত।রায়গঞ্জের কুলদা কান্ত মেমোরিয়াল শিল্ডের ফুটবল খেলাকে দেখবার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
এউদ্বোধনী খেলায় রায়গঞ্জ টাউন ক্লাব পরিমল নগর স্পোর্টিং ক্লাব মাটিগারাকে ৪–১গোলে হারিয়ে জয়ী হয়।মঙ্গলবার কুলদা কান্ত মেমোরিয়াল শিল্ডের গুরুত্বপূর্ন খেলায় অংশ নেবে   ইস্টার্ন রেলওয়ের কলকাতার বিরুদ্ধে রায়গঞ্জ টাউন ক্লাব।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..