December 28, 2024

কালিয়াগঞ্জে ব্লক কৃষিমেলার উদ্বোধন

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--,মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের লক্ষীপুরে অবস্থিত কৃষিমণ্ডিতে মাটি,কৃষি,উদ্যানপালন,মৎস,কৃষিবিপনন,সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করলেন  প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত ছিলেন দধি মোহন দেবশর্মা হেলা পরিষদ সদস্য,উপ-কৃষি অধিকর্তা,রায়গঞ্জ রেঞ্জ মীর ফারহাদ হোসেন,সহ,-কৃষি অধিকর্তা (প্রশাসন)অনুপম তালুকদার,গোপাল ঘোষ সহ-কৃষি অধিকর্তা কালিয়াগঞ্জ ব্লক, উপ-কৃষি অধিকর্তা (বিশ্বব্যাঙ্ক)বিপ্লব ঘোষ,সহ-কৃষি অধিকর্তা দেবেশ দাস(শস্য সুরক্ষা)চম্পক বিশ্বাস ও সঞ্জীব সরকার সহ-কৃষি অধিকর্তা(বিষয়বস্তু)।মেলায় বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্যের প্রদর্শনীর ব্যাবস্থা করা হয়েছে।মেলায় থাকছে কৃষি বিষয়ক আলোচনা, থাকছে মহিলাদের জন্য রন্ধন প্রতিযোগীতার ব্যবস্থা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিন দিনের মেলায় প্রতিদিন থাকছে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।কালিয়াগঞ্জ ব্লকের সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ জানান প্রাকৃতিক দুর্যোগের কারনে আমরা মেলায় যে পরিমান কৃষকদের পাবো বলে ধারণা করেছিলাম তা হয়নি।তবে একেবারে কম ও আসেনি বলে জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..