ডিম দিচ্ছে না মুরগি, থানায় অভিযোগ দায়ের পোলট্রি মালিকের!
1 min readডিম দিচ্ছে না মুরগি, থানায় অভিযোগ দায়ের পোলট্রি মালিকের!
কত অদ্ভুত কাণ্ডই না ঘটে এই সুবিশাল দেশের একেক প্রান্তে । কখনও তা আনন্দ দেয়, আবার কখনও কষ্ট । কখনও আবার বিষ্মিত করে আমাদের । এমনই এক বিষ্ময়কর ঘটনা ঘটল মহারাষ্ট্রে পুণে জেলার লোনি কালভোর এলাকায় । সেখানকার স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে । এই অভিযোগ জানিয়েছেন, কয়েকটি পোলট্রি ফার্মের মালিক । তাঁদের অভিযোগ শুনে রীতিমতো তাজ্জব থানার অফিসাররা ।
গত কয়েক সপ্তাহ ধরে ডিম পাড়ছে না মুরগিরা, লিখিত অভিযোগে এমনটাই জানিয়েছেন তাঁরা ।ঠিক কী ছিল সেই অভিযোগ? পোলট্রি ফার্মের মালিকরা জানিয়েছেন, একটি বিশেষ কোম্পানির খাবার খাওয়ানোর পর থেকেই তাঁদের মুরগিরা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে । আর সে কারণে পোলট্রি ব্যবসায় মারাত্মক ক্ষতি হচ্ছে । ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলেও এসে পৌঁছেছে পুলিশ । তবে আলোচনা সাপেক্ষে ওই খাবারের কোম্পানি পোলট্রি মালিকদের এককালীন ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন বলে জানা যাচ্ছে ।মুরগির খাবার প্রস্তুতকারী ওই সংস্থাটি আহমেদ নগরের। জানা যাচ্ছে, গত ১১ এপ্রিল একটি সংস্থা থেকে মুরগির খাবার কিনেছিলেন ওই পোলট্রি মালিকরা । কিন্তু সেটি খাওয়ানোর পর থেকেই মুরগি গুলি একসঙ্গে ডিম দেওয়া বন্ধ করে দেয় । কয়েক সপ্তাহ এ রকম চলার পর বিশাল অঙ্কের লোকসান হয় পোলট্রি মালিকদের । এরপরেই তাঁরা দল বেঁধে থানায় আসেন অভিযোগ জানাতে ।