January 12, 2025

ধর্মের ভিত্তিতে ভোট নয় উন্নয়নের নিরিখে ভোট দেবার আহবান জানালো দেব

1 min read

ধর্মের ভিত্তিতে ভোট নয় উন্নয়নের নিরিখে ভোট দেবার আহবান জানালো দেব

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮ এপ্রিল:ধর্মের ভিত্তিতে ভোট নয় রাজ্যের উন্নয়নের নিরিখে আগামী ২২শে এপ্রিল ভোট দেবার আগে দশবার ভেবে আপনার ভোটটি দেবেন।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনের এক নির্বাচনী জনসভায় এই কথা বললেন চলচিত্র জগতের সুপার স্টার তথা ঘাটালের সাংসদ দেব অধিকারী। চলচিত্র অভিনেতা দেব বলেন বিগত দশ বছরে মা মাটির সরকারের নেত্রী এমন অনেক কাজ করেছেন ভোটের দিকে না তাকিয়ে।

যার ফলে রাজ্যের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা উপকৃত হয়েছে।যাদের কোন ভোট নেই। একটি সরকারের শুধু ভোটে জয়ী হওয়ায় আসল কাজ নয়।আসল কাজ হচ্ছে মানুষের সেবা ও পরিষেবা দেওয়া।দেব বলেন এই সরকার বিগত করোনার সময়ে সাধারণ মানুষের জন্য কাজ করেছে যেখানে কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসেছিল।দেব জনসাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা অনেকেই মাস্ক পরে এসেছেন ভালো লাগলো কিন্তু যারা মাস্ক না পড়ে এসেছেন তাদের সাবধান করে দিয়ে বলেন আগে নিজেকে সুস্থ রাখুন পরে জনসভা।এই মুহূর্তে আবার করোনা ব্যাপক ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে তাই সবাই সতর্ক হবেন।দেবের জনসভায় যে পরিমান মানুষের থাকার কথা তা একদম হয়নি বললেই চলে।জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ ও বিজেপি নেতা ঈশ্বর রজক।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ তৃণমূলের ব্লক সভাপতি নিতাই বৈশ্য,শহর তৃণমূল সভাপতি কমল ঘোষ এবং কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সভাপতি শচীন্দ্র নাথ সিংহ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *