কলেজের সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে সাহিত্য আসর
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের অডিটোরিয়ামে শুক্রবার বসেছিল সাহিত্যের আসর।সাহিত্যের আসরটি হয়ে উঠেছিল যেন চাঁদের হাট।সাহিত্য আসরের শুরুতেই প্রখ্যাত সাহিত্যিক তথা২০১৩সালের আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক রাম কুমার মুখোপাধ্যায়কে নিয়ে কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ডঃ দেবাশিস ভৌমিক তার সাহিত্য জীবনের সূত্রপাত নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা করেন।আলোচনা থেকে সাহিত্যিক রশ্মি কুমার মুখোপাধ্যয় সম্পর্কে অনেক অজানা তথ্য সাহিত্যের আসরকে সমৃদ্ধ করে তোলে।সাহিত্য আসর শুরুর প্রারম্ভে কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস বলেন শুধু সুবর্ন জয়ন্তিতেই সাহিত্যের আসর যেন থেমে না থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাঝে মধ্যেই যেন আমাদের কলেজে সাহিত্যের আসর বসিয়ে কলেজের ছাত্র ছাত্রীদের সাহিত্যে সম্পর্কে উৎসাহিত করা যায় সেই দিকে আমাদের চোখ থাকবে।সাহিত্যের আসরে অংশগ্রহণ করেন উত্তর ও দক্ষিণ বঙ্গের বিশিষ্ট কবি ব্রততি ঘোষ রায়,দিলীপ ঘোষ রায়, সুনীল চন্দ, শুভব্রত লাহিড়ী, তুহিন চন্দ,আশীষ সরকার,অরুন চক্রবর্তী,করুণাময় চক্রবর্ত, শরদিন্দু দেবশর্মা,ডঃ সৌরেন বন্দোপাধ্যায়,অপূর্ব দত্ত,বঙ্কিম বর্মন,অম্বিকা নন্দ ঝাঁ,বিভূতি মন্ডল,আভা মন্ডল, ডঃ চন্দন রায়,ডঃ দেবাশীষ ভৌমিক,রাজ কুমার বর্মন,সুনন্দা গোস্বামী, শর্মিষ্ঠা ঘোষ,মুক্তি বোস,প্রণব সরকার সহ বেশ কিছু নুতন মুখ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাহিত্যের আসরে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের প্রথম অধ্যক্ষ আশুতোষ রায়,প্রাক্তন অধ্যাপক শ্যামল বিহারী বোস,অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডু ছাড়াও কালিয়াগঞ্জ কলেজের বেশ কিছু অধ্যাপক ও অধ্যাপিকাগন।সাহিত্যের আসরের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাগন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});