টিটাগড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেন টেকনোলজির জন্য গবেষণামূলক একটি জাহাজ নির্মাণ করা হয়েছে
1 min read
প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসাবে উত্তর 24 পরগনার টিটাগড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেন টেকনোলজির জন্য গবেষণামূলক একটি জাহাজ নির্মাণ করা হয়েছে। জাহাজটি জলে ভাসানোর আগে আজ সন্ধ্যায় সেই জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। তিনি বলেন, সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য এই জাহাজ কাজে লাগানো হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর পাশাপাশি, আবহাওয়া পর্যবেক্ষণের জন্যেও এটি ব্যবহার করা হবে। টীটাগড় ওয়াগানস লিমিটেডের তৈরি সিআরবি সাগরতারা নামে এই জাহাজটি আগামীকাল ভোররাতে হুগলি নদীতে ভাসানোর হবে। কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী নূতন গোয়েল সেটিকে আনুষ্ঠানিক ভাবে জলে ভাসাবেন। ন্যশনাল ইনস্টিটিউট অফ ওসেন টেকনোলজি সমুদ্র বক্ষে গবেষণার জন্য দুটি জাহাজ তৈরি করতে টীটাগড়ের এই বেসরকারি জাহাজ নির্মাণ সংস্থাটিকে 100 কোটি টাকার বরাত দেয়। তারমধ্যে একটি জাহাজ আজ ওপেন টেকনোলজির হাতে তুলে দেওয়া হল। আজকের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ডক্টর মাধবন নায়ার রাজিভন, ন্যশনাল ইনস্টিটিউট অফ ওসেন টেকনোলজির অধিকর্তা ডক্টর এম এ আত্মানন্দ, টীটীগড় ওয়াগানস লিমিটেডের চেয়ারম্যান জগদীশ প্রসাদ চৌধুরী প্রমূখ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});