December 28, 2024
1 min read
 বড়দিন উপলক্ষে সেজে উঠলো শিলিগুড়ি। আলোয় সেজেছে গোটা শহর। শহরের বিভিন্ন রাস্তা সেজেছে টুনি লাইটে। সাজানো হয়েছে ফ্লাইওভারও।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
 এয়ারভিউ মোড় চত্বর এলাকায় থাকা পার্কটি ও আলোর রোশনাইতে ঝলমল করছে। পাশাপাশি শহরের বিভিন্ন চার্চও সেজে উঠেছে। সন্ধ্যে থেকে প্রধাননগর, মাটিগাড়া, গেট বাজার সহ বিভিন্ন চার্চে ভিড় বাড়তে শুরু করেছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..