অভিযোগ সমাধান কেন্দ্র উত্তর দিনাজপুর জেলার সব হাসপাতালেই
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ সমাধান কেন্দ্র উত্তর
দিনাজপুর
জেলার
সব
হাসপাতালেই
চালু
হচ্ছে
। কাজ
শুরু
করেছে
জেলা
স্বাস্থ্য
দপ্তর এবিষয়ে ইতিমধ্যেই । জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সব জায়গাতেই এই কেন্দ্র থাকবে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর । সঙ্গে
মোবাইল
নম্বর
দেওয়া
থাকবে। বাসিন্দারা ওই নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবে। স্থাস্থ্য
দপ্তরের
এই
উদ্যোগকে
সাধুবাদ
জানিয়েছে
বিভিন্ন
মহল।
দিনাজপুর
জেলার
সব
হাসপাতালেই
চালু
হচ্ছে
। কাজ
শুরু
করেছে
জেলা
স্বাস্থ্য
দপ্তর এবিষয়ে ইতিমধ্যেই । জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সব জায়গাতেই এই কেন্দ্র থাকবে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর । সঙ্গে
মোবাইল
নম্বর
দেওয়া
থাকবে। বাসিন্দারা ওই নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবে। স্থাস্থ্য
দপ্তরের
এই
উদ্যোগকে
সাধুবাদ
জানিয়েছে
বিভিন্ন
মহল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলার মুখ্য
স্বাস্থ্য
আধিকারিক
প্রকাশ
মৃধা
বলেন,
সমস্ত
হাসপাতালেই
এই
ব্যবস্থা
চালু
করা
হবে। আমরা এবিষয়ে কাজ শুরু করেছি। একটি
মোবাইল
নম্বর
দেওয়া
থাকবে। তিনটি ভাষায় ওই নম্বর লেখা একটি বোর্ড হাসপাতালের এমন একটি জায়গায় ঝুলিয়ে রাখা হবে যাতে সকলের নজরে আসে। পরিষেবা
সংক্রান্ত
বিষয়ে
বাসিন্দারা
ফোন
করে
অভিযোগ
জানাতে
পারবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});