December 28, 2024

রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে বাংলা দেশের মুক্তিযুদ্ধে রায়গঞ্জের ভূমিকা নিয়ে আলোচনা

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ– সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালিয়ের প্রিয় রঞ্জন দাসমুন্সি আলোচনা কক্ষে বিশ্ববিদ্যালিয়ের ইতিহাস বিভাগের ব্যবস্থাপনায় আলোচনার বিষয় ছিল “বাংলা দেশের মুক্তি যুদ্ধ আন্দোলনে উত্তর দিনাজপুর জেলার ভূমিকা”।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত হয়েছিলেন বাংলা দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল,উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সংযোগ কেন্দ্রের অধিকর্তা  অধ্যাপক ডঃ এস এম সওয়ার মুর্শেদ,বাংলাদেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয় থেকে আর যে সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকা এসেছিলেন তারা হলেন টাঙ্গাইল ইব্রাহিম খাঁ সরকারি কলেজের অধ্যাপিকা  পারভীন আখতার,,বাংলাদেশের জন ইতিহাস চর্চা কেন্দ্রের গবেষক নিসু রিছিল,রংপুর  বক্সীগঞ্জ  কলেজের অধ্যাপিকা শাহনাজ পারভীন।উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার,রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন ও গণিতের অধ্যাপক কালিশঙ্কার তেওয়ারী,ডাঃ ডি এন মজুমদার,সহ বিশিষ্ট অধ্যাপক ও অধ্যাপিকাগন।ডঃ এস এম সাওয়ারের আলোচনায়  বাংলাদেশের মুক্তি যুদ্ধে উত্তর দিনাজপুরের মানুষ তথা রায়গঞ্জের  সাধারণ মানুষের অসাধারন ভূমিকার উপর বক্তব্য রাখলে আলোচনা সভা  সমৃদ্ধ হয়।আলোচনা চক্রের সভাপতি তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন ও গণিতের অধ্যাপক কালিশঙ্কর তেওয়ারী তার সুদীর্ঘ আলোচনায় আলোকপাত করেন দেশভাগ,বাংলাদেশের ভাষা আন্দোলন ও বাংলাদেশের জন্মের ইতিহাস সম্পর্কে।যা উপস্থিত শ্রোতাদের সমৃদ্ধ করেছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বক্তব্য রাখেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার।তিনি মূলত ছাত্র ছাত্রীদের নিয়েই তার বক্তব্য তুলে ধরেন।বাংলা দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল তার বক্তব্যে দেশের আদিবাসী ও দলিত সম্প্রদাযের মানুষদের ইতিহাসের প্রেক্ষাপটে সবিস্তারে তার বক্তব্য তুকে ধরেন। ডঃ এস এম সাওয়ার বাংলা দেশের মুক্তি যুদ্ধে ভারত তথা পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার  ভূয়সী প্রসংসা করতে ভোলেন নি।তার আলোচনায় উঠে আসে সাবেক বাংলা দেশের মুক্তি যুদ্ধের আন্দোলনে পশ্চিমদিনাজপুর জেলার যে সদর্থক ভূমিকা ছিল তার কথা বার বার তার আলোচনায় আসে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমেরিকার এক গবেষক ভাষা আন্দোলন ও বাংলা দেশের মুক্তি যুদ্ধ নিয়ে পিএইচ ডি করছে।যা অত্যন্ত আমাদের সবার কাছেই গর্বের  ঘটনা বলা যায়।আলোচনা চক্রে বাংলা দেশের জন ইতিহাস চর্চা কেন্দ্রের গবেষক নিসু রিছিল ও অংশগ্রহণ করেন।সামগ্রিকভাবে সমস্ত আলোচনাচক্রটি অত্যন্ত সুচারু রূপে দক্ষতার সাথে সঞ্চালনা করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক স্বপন পাইন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..