কালিয়াগঞ্জে ব্লক ছাত্র যুব উৎসব
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ছাত্র যুব উৎসবের সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন কুনোর কে সি উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন দেব সিংহ,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল যুব সভাপতি রাজু ঘোষ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্কিং সভাপতি প্রদীপ বস সহ উদ্বোধনী ভাষণে জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন বলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত কালিয়াগঞ্জ ব্লক স্তর ছাত্র যুব উৎসবে এই এলাকার প্রতিভাবান ছেলে মেয়েদের সার্বিক উন্নয়নের জন্য এই উৎসব এলাকার ছেলে মেয়েদের সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ যোগাবে বলেই তিনি মনে করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত অঞ্চলের ছাত্র ছাত্রীরা এই যুব উৎসবে বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে বলেই তিনি মনে করেন।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল যুব সভাপতি রাজু ঘোষ বলেন কালিয়াগঞ্জ ব্লক ছাত্র যুব উৎসব অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে।আনুমানিক ২০০ ছাত্র ছাত্রীরা এই উৎসবে অংশগ্রহণ করে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});