December 27, 2024

বালুরঘাটে জল সমীক্ষায় দায়িত্ব পেল পরিবেশপ্রেমী ছাত্র দেবপ্রিয়

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুরবালুরঘাটে দীর্ঘদিন ধরেই পরিবেশ সচেতনতা মূলক কার্যসূচী গ্রহণ করছে দিশারী সংকল্প ।কখনও প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী সচেতনতা কখনও বা জীববৈচিত্র্য সম্পর্কিত সচেতনতা আবার কখনও নদী ভিত্তিক সচেতনতা কার্যসূচী।আর এই কাজে শহরের নাগরিক দের সাথে যুক্ত হয়েছে ছাত্রীরা।এরাই দিশারী সংকল্পের প্রধান চালিকাশক্তি।তাই বালুরঘাটের জল সমীক্ষায় মূল দায়িত্ব দেওয়া হলো একজন ছাত্রকেই।দেবপ্রিয় সান্যাল ।বালুরঘাট কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


আর এ কাজে ও নিজে থেকেই এগিয়ে এসেছে এই জল সচেতনতা বৃদ্ধির কাজে।শহরের কোন্ কোন্ ওয়ার্ডে কোন্ ট্যাপের কি অবস্থা,কোন্ ট্যাপের মুখ নেই,কোন্ ট্যাপ থেকে অনবরত জল পড়ছে এবং সেই জলের পরিমাণ কত ইত্যাদি নিয়ে সমীক্ষা করা হবে।সমীক্ষার পর তা নিয়ে প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হবে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জলসংকট তীব্র আকার ধারণ করেছে।বেঙ্গা লুরুতেও প্রবল মাত্রায়।ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরেও তা ভয়াবহ আকার ধারণ করছে।নামছে জলস্তর ।বালুরঘাটেও সেই সমস্যা দেখা দিচ্ছে।গ্রীষ্মে তা রীতিমত চিন্তার কারণ। পাম্প চালালে ওয়াটার ট্যাঙ্ক ভরতে আগের থেকে বেশী সময় লাগছে।অথচ জল নষ্ট হচ্ছে অনবরত।সেই সমস্যাকে চিহ্নিত করা ও তার সমাধান বের করাই এই সমীক্ষার লক্ষ্য । জলই জীবন।তাই জলসচেতনতা ভীষণ ভাবেই প্রয়োজন।দেবপ্রিয়র কথায় –  শহরের একটি পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্পদীর্ঘদিন ধরেই পরিবেশ সচেতনতা কার্যসূচী করছে দেখেছি।আমি তাই তাদের সাথে অনেকদিন ধরেই ভাবছিলাম যুক্ত হবো।সোমবার থেকে এই কাজ শুরু করবো।ইতিমধ্যেই শহর ঘুরে দেখা শুরু করেছি। সম্পাদক তুহিন শুভ্র মন্ডল বলেন শহরের ট্যাপের জল-ছবির একটা ম্যাপও আমরা তৈরী করার চেষ্টা হবে।অনেকে ট্যাপ থেকে জল পড়লে নিজে থেকেই তা বন্ধ করে।তাদেরকে এই উদ্যোগে তারাও সামিল হতে পারে।জল সচেতন হওয়া ছাড়া কোন উপায় নেই।নইলে আগামীতে জলের জন্য যুদ্ধ হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *