December 27, 2024

রাজবংশী কামতাপুরি সমাজের ছেলে মেয়েদের প্রতিযোগিতা মূলক মিস্টার এন্ড মিস কামতা শ্রী ২০১৮

1 min read
সুবল গোপ : উত্তর বঙ্গে এই প্রথম অনুষ্ঠিত হল রাজবংশী কামতাপুরি সমাজের ছেলে মেয়েদের প্রতিযোগিতা মূলক মিস্টার এন্ড মিস  কামতা শ্রী ২০১৮ ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 শুক্রবার শিলিগুড়ি সিটিসেন্টারে  মহা সমারোহে উত্তর বঙ্গের ৪ জেলার প্রতিযোগীর অংশগ্রহণে  মহাধুম ধামে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।অনুষ্ঠান শুরু হয় কামতা পুরি  রক বেন্ড ড্যান্স, আর উত্তর বঙ্গের প্রাণ প্রিয় ভাওয়াইয়া নৃত্য আর গানে গানে । অবাধ ও নি:শুল্ক প্রবেশাধিকার থাকার কারণে বহু দূর  দুরান্তের বিভিন্য জাতি ধর্ম নির্বিশেষে যোগ দেন অসংখ্য মানুষ ।সিটি আর করতালিতে অনুষ্ঠানটি ছিল বাঁধ ভাঙা উচ্ছাস । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে ,রাজবংশী চল চিত্র (Film director ) নির্মাতা অর্জুন বর্মন  বলেন, পিছিয়ে পড়া রাজবংশী কামতা পুরি মানুষের জীবন যাত্রা উন্নত করার লক্ষে ,এবং  রাজবংশী কৃষ্টি কালচার নবীন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, এবং
 রাজবংশী ছেলে মেয়েদের ফ্যাশন জগতে যাওয়ার উৎসাহ জোগাতে এই  প্রথম শিলিগুড়ি সিটি সেন্টারে আয়োজন করা হল মিস্টার, এন্ড মিস কামতা শ্রী ২০১৮ । ভীষন সারা পাওয়া গেছে এই অনুষ্ঠান করতে । বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় ।মিস্টার কামতাশ্রীতে বিস্বকীরণ রাজবংশী, বাড়ি নেপালে।আর মিস কামতাশ্রী হেনরি স্মিতা রায়, বাড়ি জলপাইগুড়ি


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *