কালিয়াগঞ্জের তিলগাঁওয়ে তৃণমূলের বর্ষবরণ
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্শবর্তী তিলগাঁওয়ে তৃণমূল কংগ্রেসের ২১তম প্রতিষ্ঠা দিবস ও বর্ষবরণ পালন করলো তিলগাঁওয়ের দুই বুথের তৃণমূলের কর্মীরা।
#qp_main2203369 .qp_btna:hover input {background:rgb(255,53,66)!important}
আগামী নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কোন দলকে জয়ী করতে চান ?
Code:
তৃণমূল কংগ্রেস
কংগ্রেস
সি পি আইএম
বিজেপি
Created with SurveyMaker
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকালে আনুমানিক ২০০জন তৃণমূল কর্মী ও সদস্যদের নিয়ে একটি মিছিল পরিক্রমা করে।মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্যা মোমেনা আহম্মেদ, তারেক আহমেদ ,রেজ্জাক হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});